আজ ২০ জানুয়ারি দিনটির বিশেষত্ব দেখে নিন!
Connect with us

আন্তর্জাতিক

আজ ২০ জানুয়ারি দিনটির বিশেষত্ব দেখে নিন!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের এই দিনটিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা জেনে নেব আমরা।

আজ যাঁদের জন্মদিন:

১৯২৬ সালের ২০ জানুয়ারি ইন্দো-পাক কবি ও লেখক জামিলউদ্দিন আলির জন্ম হয়েছিল। ১৯২৬ সালের আজকের দিনে ভারতীয়-উর্দু ঔপন্যাসিক ও লেখক কুররাতুল হায়দার জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালের এই দিনেই জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণম রাজু। ১৯৬৪ সালের আজকের দিনে ফরিদ জাকারিয়া, যিনি একজন ভারতীয় হয়েও আমেরিকান সাংবাদিক ও লেখক হিসাবে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেছিলেন।

Advertisement

আজকের দিনে যে ঐতিহাসিক জুটি গাঁটছড়া বেঁধেছিল:

১৫৬২ সালের আজকের দিনেই সম্রাট আকবরে সঙ্গে অম্বর রাজকুমারী হীরা কুনওয়ারী (ওরফে, যোধা বাই) বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন।

আজ যাঁদের মৃত্যুদিন:

Advertisement

১৯৩৬ সালের আজকের দিনে মৃত্যু হয় জর্জ পঞ্চমের

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

২০১৩ সালের আজকের দিনে রাহুল গান্ধি আ্যকসেপ্টেন্স স্পিচ্ দেন কংগ্রেস পার্টির সহ-সভাপতি হিসাবে। ১৯১৪ সালের ২০ জানুয়ারি ট্রান্সভাল নামে পরিচিত ভারতীয় মহিলা সহ সত্যাগ্রহের প্রথম দলটি দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গ কারাগার থেকে তিন মাস কারাবাসের পরে মুক্তি পায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.