আন্তর্জাতিক
আজ ২০ জানুয়ারি দিনটির বিশেষত্ব দেখে নিন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের এই দিনটিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা জেনে নেব আমরা।
আজ যাঁদের জন্মদিন:
১৯২৬ সালের ২০ জানুয়ারি ইন্দো-পাক কবি ও লেখক জামিলউদ্দিন আলির জন্ম হয়েছিল। ১৯২৬ সালের আজকের দিনে ভারতীয়-উর্দু ঔপন্যাসিক ও লেখক কুররাতুল হায়দার জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালের এই দিনেই জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণম রাজু। ১৯৬৪ সালের আজকের দিনে ফরিদ জাকারিয়া, যিনি একজন ভারতীয় হয়েও আমেরিকান সাংবাদিক ও লেখক হিসাবে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেছিলেন।
আজকের দিনে যে ঐতিহাসিক জুটি গাঁটছড়া বেঁধেছিল:
১৫৬২ সালের আজকের দিনেই সম্রাট আকবরে সঙ্গে অম্বর রাজকুমারী হীরা কুনওয়ারী (ওরফে, যোধা বাই) বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন।
আজ যাঁদের মৃত্যুদিন:
১৯৩৬ সালের আজকের দিনে মৃত্যু হয় জর্জ পঞ্চমের
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
২০১৩ সালের আজকের দিনে রাহুল গান্ধি আ্যকসেপ্টেন্স স্পিচ্ দেন কংগ্রেস পার্টির সহ-সভাপতি হিসাবে। ১৯১৪ সালের ২০ জানুয়ারি ট্রান্সভাল নামে পরিচিত ভারতীয় মহিলা সহ সত্যাগ্রহের প্রথম দলটি দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গ কারাগার থেকে তিন মাস কারাবাসের পরে মুক্তি পায়।