বাংলার খবর
পৌরসভা বামেদের দখল যেতেই তাহেরপুর থানার ওসি ‘ক্লোজড’!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নদীয়ার তাহেরপুর থানার অফিসার ইনচার্জকে ক্লোজড করল প্রশাসন। বুধবার রাতে ওসি অভিজিৎ বিশ্বাসকে ক্লোজ করা হয়। একমাত্র এই তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রেখেছে বামেরা। ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জিতেছে বামফ্রন্ট। তৃণমূল পেয়েছে পাঁচটি আসন। বিরোধীদের অভিযোগ, তাহেরপুর পৌরসভায় শাসক দল হেরে যাওয়ার কারণেই ওসিকে ক্লোজড করা হয়েছে। নতুন ওসি হয়েছেন নদিয়ারই ধানতলা থানার ওসি অমিতোষ রায়।
রাজ্যের ১০৮টি পৌরসভার মধ্যে ১০২ টিই দখল করেছে তৃণমূল। চাঁপদানি, বেলডাঙ্গা, এগরা এবং ঝালদা পৌরসভা ত্রিশঙ্কু হয়েছে। দার্জিলিংয়ের পৌরসভা দখল করেছে হামরো পার্টি। একমাত্র তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রেখেছে বামেরা। তাও আবার আসন সংখ্যা বাড়িয়ে। গতবার এই তাহেরপুরে সাতটি আসনে জিতেছিল বামেরা। ৫টিতে জিতেছিল তৃণমূল। এবার একটি আসন বেড়ে বামেদের আসনসংখ্যা হয়েছে ৮।
বুধবার পৌরসভা ভোটের ফলাফল বেরোনোর পরই রাত ন’টা নাগাদ তাঁকে ক্লোজ করার সরকারি নির্দেশিকা এসে পৌঁছায় ওসি অভিজিৎ বিশ্বাসের কাছে। এরপরই এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাহেরপুর থানার ওসি শাসক দলকে জেতাতে পারেনি বলেই তাঁকে এই শাস্তি পেতে হয়েছে।
সিপিএম-এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই পুলিশ অফিসার বামেদের রুখতে পারেননি, সেই কারণেই তাঁকে ক্লোজড করা হয়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, ‘তৃণমূল জমানায় ওসি, বিডিওরাই মূলত ব্লক সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। এ ক্ষেত্রে তাহেরপুরে তৃণমূলের পরাজয়ের দায় ওসিকেই নিতে হল। এর থেকেই প্রমাণিত হয় নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করে পুলিশ। যারা সেই কাজ করতে ব্যর্থ হয় তাদেরই শাস্তি পেতে হয়।’ যদিও তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। শাসক দলের দাবি, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।