বাংলার খবর
অবশেষে কলকাতার পথে শুভেন্দু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার কাঁথির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পরেই শুভেন্দু অধিকারীর পথ আটকাল পুলিশ। তমলুকের রাধামণিতে শুভেন্দুর কনভয় আটকায় পুলিশ। এদিকে শনিবার গ্রেফতার হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, আজ রাধামণিতে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকায় পুলিশ। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধের তোড়জোড় করছে বিজেপি। রাজ্য বিরোধী দলনেতা পুলিশকে বলেন, ‘আমি নির্বাচিত জনপ্রতিনিধি। এই রাধামনিতে আপনি আমাকে আটকাতে পারেন না। আমার কর্মসূচিতেই রয়েছে বিধায়ক অশোক দিন্দার বাড়ি থেকে আমি কলকাতার উদ্দেশ্য রওনা দেব। এখন আমি কোলাঘাটে আমার রেস্ট হাউসে যাচ্ছি। আপনারা আমাকে আটকাতে পারেন না।’ শুভেন্দু আটকে থাকায় তাঁর অনুগামীরাও জড়ো হন ওই এলাকা। স্লোগান দিতে থাকেন।
তবে পরে অবশ্য বিকেল সওয়া তিনটে নাগাদ তাঁর পথ ছেড়ে দেয় পুলিশ। তবে হাওড়া নয়, পুলিশ জানিয়ে দেয় কোলাঘাট হয়ে কলকাতায় যেতে পারবেন শুভেন্দু। কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দেবেন বলে জানালেও কোথায় যাবেন তা অবশ্য স্পষ্ট করেননি শুভেন্দু।