ভরা রাস্তায় জনতার উপর গাড়ি চালিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক, ধুন্ধুমার কাণ্ড খুরদায়
Connect with us

দেশের খবর

ভরা রাস্তায় জনতার উপর গাড়ি চালিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক, ধুন্ধুমার কাণ্ড খুরদায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখিমপুরের পর এবার ওড়িশার খুরদ। জনবহুল রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠল BJD-এর বরখাস্ত বিধায়কের বিরুদ্ধে। শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওড়িশার (Odisha) খুরদার বার্নপুর বিডিও অফিসের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অভিযুক্ত বিধায়ক প্রশান্ত জগদেব বার্নপুরের বিডিও অফিসের সামনের রাস্তায় আচমকা বেপরোয়া ভাবে গাড়ি চালাতে শুরু করেন বলে অভিযোগ। হঠাৎই তীব্র গতিতে ছুটে আসা বিধায়কের গাড়ির ধাক্কায় চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাঁদের মধ্যে পুলিশও রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনার পর অভিযুক্ত ওই বিধায়ককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় ওই বিধায়ককে প্রথমে টাঙ্গি হাসপাতালে এবং পরে চিকিৎসার জন্য ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) আলেখ চন্দ্র।

Advertisement

আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার জয়, রেল সাইনবোর্ডে বাংলায় লেখা হল স্টেশনের নাম

যদিও এই ঘটনায় প্রশান্ত জগদেবের সমালোচনায় সরব হয়েছেন বিজু জনতা দলের (BJD) সাংসদ ডঃ সস্মিত পাত্র। এদিন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, ” চিল্কার বিজেডি বিধায়কের এমন কাজের তীব্র নিন্দা করছি। তাঁর এই কাজ বর্বরোচিত।”

আরও পড়ুন: EPF-এ সুদের হার কমানোয় কেন্দ্রকে একযোগে আক্রমণ বাম-কংগ্রেস-তৃণমূলের

Advertisement

প্রসঙ্গত, জগদেবকে গত বছর অক্টোবর মাসে বিজু জনতা দল (BJD) থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ, তিনি একজন বিজেপি (BJP) নেতাকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। একই ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়েছিল।