বিনোদন
তিনবার বিয়ে থেকে পালিয়ে অবশেষে ছাদনাতলায় সুস্মিতা, পাত্র কে জানেন?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্যবসায়ী ও আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একদা বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের ঘোষণা করেছেন ললিত মোদি
সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, ‘আমার অর্ধাঙ্গিনী’। আচমকা এমন খবরে স্তম্ভিত নেটপাড়া। সকলেরই প্রশ্ন শেষপর্যন্ত লোলিত মোদিকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য বিষয়টি খোলসা করেন লোলিত মোদি। ফের লেখেন তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু করেছেন মাত্র।
আজ সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, ‘মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।’ সম্প্রতি ললিত মোদির পোস্ট ঘিরে নেটজুরে শুরু হয়েছে চর্চা। ললিত মোদির এই পোস্টের পরই তাঁর সঙ্গে সুস্মিতার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ললিত স্পষ্ট করেন, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।