বাংলার খবর
বিদ্যালয়ের হাজিরার খাতায় সইয়ে বাধা, প্রধান শিক্ষকের উপর চোটপাট চালালেন সহ-শিক্ষক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের মধ্যে শিক্ষকের ওপর চড়াও শিক্ষক, গ্রেফতার এক। হাসপাতালে ভর্তি এক শিক্ষক। স্কুলের শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ সহ- শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ওই সহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের সহ শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার দেবাশিস খাগ স্কুলে পৌঁছতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় সই করতে বাধা দেন প্রধান শিক্ষক। সেই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ এরপরেই তিনি স্কুলের প্রধান শিক্ষককে মারধরের করেন। সেই সময় স্কুলের ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারি বাধা দেন। তখন অভিজিৎকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মেলেনা মৃতদেহ সৎকারের শংসাপত্র, পৌর নিগম এলাকায় অরক্ষিত শশ্মান উস্কে দিচ্ছে হাঁসখালির ঘটনা
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করা হয়। এই নিয়ে অভিজিৎ ভাণ্ডারি বলেন,” আমাকে নাকে ঘুসি মারে প্রথমে। তারপরেই মাটিতে ফেলিয়ে লাথি মারা হয়। প্রচণ্ড রক্তপাত হয়েছে। তিনি কিছুদিন যাবৎ এই ধরনের আচরন করছেন।”
আরও পড়ুন: জোড় করে তোলা আদায়ের অভিযোগ, প্রমীলা বাহিনীর হাতে প্রহৃত ব্যক্তি
এই বিষয়ে প্রধান শিক্ষক আশিস গড়াইয়ের দাবি, ”বৃহস্পতিবার স্কুলে দেরি করে আশায় আমি তাঁকে স্কুলের রেজিস্টারের খাতায় সই করতে বারণ করি। তখনই তিনি আমাকে জামার কলার ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আমার সহকর্মী আমাকে বাঁচাতে এলে তাকেও ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষক।” এদিকে এই ঘটনায় পুলিশ নিয়ে গিয়েছে অভিযুক্ত ওই শিক্ষককে।