ইচ্ছা থাকলে উপায় হয়! জেলে বসেই IIT-র বিজ্ঞানী হতে চাই সুরজ
Connect with us

দেশের খবর

ইচ্ছা থাকলে উপায় হয়! জেলে বসেই IIT-র বিজ্ঞানী হতে চাই সুরজ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মনের অদম্য ইচ্ছা আর জেদ থাকলে যে কোনও বাধাই জয় করা যায়। আর এ কথাকেই সত্যি হিসেবে প্রমাণ করে দিলেন খোদ জেলখাটা এক আসামী। জেলের মধ্যেই বসে IIT-মাস্টার্সের পরীক্ষায় ৫৪ তম স্থান লাভ। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চান বিচারাধীন বন্দি বছর ২৩ এর সুরজ।

জানা গিয়েছে, ওয়ারশালিগঞ্জের মোসমা গ্রামের বাসিন্দা ২৩ বছরের সুরজ গত ২০২১ সাল থেকে সংশোধনাগারে বন্দি রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। এই অবস্থায় জেল থেকেই নিজের পড়াশোনা চালিয়ে যান সুরজ। অঙ্ক এবং বিজ্ঞান শাখায় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জেলের অন্যান্য শিক্ষিত আধিকারিকদের কাছ থেকে সাহায্যও নেয় সে। পড়াশোনার প্রতি সুরজের এই আগ্রহ দেখে সংশোধনাগারের আধিকারিকরাই তাঁর জন্য স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন: এখনও কেন দখলে এলো না ইউক্রেন! পুতিনের প্রশ্ন শুনেই হার্টফেল প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement

এই বিষয়ে এক জেল আধিকারিক বলেন, ”আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। আইআইটি (জেএএম)-তে ৬৪ তম স্থান অর্জন করা সহজ নয়। এটি তাঁর মেধার পরিচয়।”

আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি! টানা ৬ দিনে পাঁচবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

অন্যদিকে কারাগারের সূত্র জানা গিয়েছে, সুরজ এর আগে রাজস্থানের কোটাতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করেছিলেন। ২০২১ সালের মার্চে ড্রেন নিয়ে বিবাদের জেরে বিহারের মোসমা গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই সময়ে সঞ্জয় যাদব বলে এক গ্রামবাসী নিহত হন। নিহতের বাবার বয়ানের ভিত্তিতে সুরজ-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামীর মধ্যে সুরজও ছিলেন। বাকি সাত আসামী এখনও পলাতক।

Advertisement