দেশের খবর
আবারও করোনায় আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু! বাড়িতেই রয়েছেন নিভৃতাবাসে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও রকেট গতিতে বেড়ে চলেছে করোনার দৈনিক সংক্রমণ। বাদ পড়ছেন না কেউ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও আক্রান্ত হচ্ছেন করোনার তৃতীয় ঢেউয়ে।
এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এই নিয়ে দ্বিতীয় বার তিনি করোনায় আক্রান্ত হলেন। গত কয়েকদিন ধরেই তাঁর জ্বর, সর্দি, কাশির মতো মৃদু উপসর্গ দেখা যাচ্ছিল। টেস্ট করালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তাঁর পরিবারের প্রত্যেক সদস্যেরও টেস্ট করানো হয়েছে। আপাতত বাড়িতেই তিনি নিভৃতাবাসে রয়েছেন বলে জানা গিয়েছে। গত বছরও তিনি করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।