বাংলার খবর
মায়ের কাছে পার্লারের টাকা না পেয়ে আত্মঘাতী কিশোরী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মায়ের সঙ্গে বিউটি পার্লারে যাওয়ার জেদ ধরেছিল মেয়ে। কিন্তু রাজি হননি মা। তাতেই ঘটল বিপত্তি। রাগের বশে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল কিশোরী। ঘটনাটি ঘটেছে মানিকচকের ধরমপুর এলাকার। মৃতার নাম শিল্পী মণ্ডল (১৪)।
মানিকচক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল সে। জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই কিশোরীর মা পূরবী মণ্ডল বিউটি পার্লারে যাচ্ছিলেন। সেইসময় মেয়ে জেদ ধরে সেও বিউটি পার্লার যাবে। কিন্তু শিল্পীর মা রাজি হননি। রাগের বশে আত্মহত্যা করে কিশোরী। তড়িঘড়ি তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।