বাংলার খবর
সুপ্রিম কোর্টে সুফিয়ানের সাময়িক স্বস্তি! ৩১ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না তৃণমূল নেতাকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপি কর্মী খুনের মামলায় সাময়িক স্বস্তি পেলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ভোট-পরবর্তী হিংসা মামলায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত করছে সিবিআই। এর আগেও গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানকে ৩১ তারিখ পর্যন্ত সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিনেই।