বাংলার খবর
বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়লেন সুদীপ রায় বর্মন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কাই সত্যি হল। গত ১২ জানুয়ারি এই ভাঙনের ছবি স্পষ্ট হয়ে উঠেছিল। দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার বিপ্লব দেব সরকারের সঙ্গে বিরোধিতা দেখা যাচ্ছিল বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের। অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং ত্রিপুরা সরকারের প্রকাশ্যে সমালোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে।
অবশেষে বিক্ষুব্ধ নেতা হিসাবে পরিচিত বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। অন্যদিকে, সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপির বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন আশিস সাহা। তবে এই মুহূর্তের সবথেকে বড় খবর হল, বিধায়ক পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা।
খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরার রাজনীতিতে সুদীপ রায় বর্মনের দল ছাড়া এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। কার্যত সুদীপ রায় বর্মনের আগামী পদক্ষেপ কী হতে চলেছে, এখন সে দিকেই নজর থাকছে বিশেষজ্ঞদের। পাশাপাশি হেভিওয়েট এই বিজেপি নেতার দল ছাড়া কি বড় কোনও সুবিধা করে দিতে চলেছে তৃণমূলকে, সেদিকেও থাকছে নজর। শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দিতে চলেছেন।