হঠাৎই শান্তিনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে অরিজিৎ সিং
Connect with us

ভাইরাল খবর

হঠাৎই শান্তিনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে অরিজিৎ সিং

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শান্তিনিকেতনে অরিজিৎ সিং। গত বছর বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ১০ দিনের মধ্যে আবার হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বাসুদেব বাউলের বাড়িতে হাজির হলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। কার বাড়ি বলছি, আশা করি বুঝতেই পারছেন। শান্তিনিকেতনের জনপ্রিয় শিল্পী বাসুদেব বাউল। মঙ্গলবার রাতে হঠাৎই বোলপুরে হাজির হন অরিজিৎ।

আগাম কিছু না জানিয়েই গিয়েছিলেন। বেশ খানিকটা সময় তাঁরা একসঙ্গে কাটান। গান শোনেন ও শোনানও। পরিবারের সঙ্গেও কথা বলেন। ছোটদের আবদারে একসঙ্গে ছবিও তোলেন। শুধু তাই নয়, শান্তিনিকেতনের সোনাঝুড়ির হাট ঘুরে দেখেন অরিজিৎ। তাঁকে দেখা যায় বোহেমিয়ার লুকে। সোনাঝুড়ির হাটে মাস্ক পরে যাওয়ায় প্রথমে চেনা যায়নি তাঁকে। তবে পরে চিনতে পারেন সকলেই। মঙ্গলব রাতে বোলপুরে এক বেসরকারি লজে থাকেন অরিজিৎ।

বুধবার সকালেই সেখান থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তবে অরিজিতের আচমকা শান্তিনিকেতনে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নেহাতই সাক্ষাৎ নাকি কাজের সূত্রে? অরিজিৎ সিং শিল্পী মানুষ। হাজারো অনুরাগী তাঁর। সোনাঝুড়ি এলাকাতেও অসংখ্য অনুরাগী রয়েছেন অরিজিতের। সেই কারণেই হয়তো হঠাৎই অরিজিতের শান্তিনিকেতন সফর বলে মনে করা হচ্ছে।

Advertisement