বাংলার খবর
এভারেস্ট জয় করে প্রাণ হারালেন রানাঘাটের সুব্রত ঘোষ, ফিরে এল না সেই বিজয়

এভারেস্ট জয় করে আর ফেরা হল না রানাঘাটের সুব্রত ঘোষের। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে এসে পৌঁছায় হৃদয়বিদারক খবর—মৃত্যু হয়েছে সুব্রতের। এভারেস্ট থেকে নামার সময় বেস ক্যাম্প ৪-এর কাছাকাছি অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর প্রাণ যায়।
রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ গত মাসে শহরের আরেক পর্বতারোহী রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন। দীর্ঘ প্রস্তুতি, দুঃসাহসিক যাত্রা আর প্রখর মানসিক জেদ—সবকিছু পেরিয়ে বৃহস্পতিবার রাতে আসে স্বপ্নপূরণের সুখবর। জানা যায়, সুব্রত ও রুম্পা—দুজনেই জয় করেছেন মাউন্ট এভারেস্ট।
আরও পড়ুন – দেশপ্রেমের এক নিদর্শন! ৮ বছরের শিশু ভাঁড়ভর্তি টাকা নিয়ে হাজির জেলাশাসকের দপ্তরে
আরও পড়ুন – অপহৃত কৃষক উকিল বর্মনের ঘরে ফেরা: সীমান্ত রাজনীতিতে উত্তাল তৃণমূল-বিজেপি
সামাজিক মাধ্যমে প্রশংসা আর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। তবে সেই খুশি স্থায়ী হল না। শুক্রবার সকালে সুব্রতের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা রানাঘাটে। অন্যদিকে, রুম্পা দাস নিরাপদে নিচে নামছেন বলে খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম এভারেস্ট অভিযানে অংশ নিয়েছিলেন রুম্পা। কিন্তু শারীরিক সমস্যার কারণে চূড়া ছোঁয়া হয়নি। সুব্রতও অতীতে গুরুতর অসুস্থ হয়েছিলেন। কিন্তু সকল প্রতিকূলতা জয় করে এবার তাঁরা চূড়ান্ত লক্ষ্য ছুঁয়েছিলেন—এভারেস্ট জয়। তবে শেষরক্ষা হয়নি সুব্রতের। জীবনের মুকুটে সেরা পালক যুক্ত করেও, তিনি ফিরে এলেন না।