ছাত্রের রহস্য মৃত্যু, উত্তেজনা বিশ্বভারতীতে
Connect with us

বাংলার খবর

ছাত্রের রহস্য মৃত্যু, উত্তেজনা বিশ্বভারতীতে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের অশান্তিতে উত্তাল বিশ্বভারতী। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের। শুক্রবার বিশ্বভারতীর হোষ্টেল থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃতদেহ৷ তারপর ওই ছাত্রের মৃত্যু ঘিরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। 

জানা গিয়েছে,  ছেলের ময়নাতদন্তের পর উপাচার্যর বাসভবনের সামনে শবদেহ নিয়ে হাজির হয় পরিবার। এদিকে শুক্রবার থেকেই মৃত ছাত্রের আত্মীয় পরিজনরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাসভবনের সামনে অবস্থানে বসেন। কিন্তু উপাচার্য দেখা করেননি। আর বিষয়ে বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অনুপম হাজরা। এদিন তিনি বলেন, ”সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে উপাচার্য পারত না দেখা করতে? এইটুকু মানবিকতা তো দেখানোই যায়।” 

যদিও  শনিবার বেলার দিকে বিশ্বভারতীর তরফ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেখানে মৃত ছাত্রের পরিবারকে সহমর্মিতা জানানো হয়েছে। একই সঙ্গে তদন্তে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: যেতে হবে না দূরে, সোনাঝুড়ির হাট এবার চুঁচুড়ায়

এদিকে উপাচার্যর বাসভবনের সামনে থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতন থানায়। থানার সামনে শববাহী গাড়ি দাঁড় করিয়ে তদন্তের দাবিতে সোচ্চার হন মৃত ছাত্রের আত্মীয় পরিজনরা। যদিও কিছুক্ষণ পরেই  শান্তিনিকেতন থানা থেকে ছাত্রের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে। সেখানে রাস্তার ওপর শববাহী গাড়িতে মৃতদেহে ফুল দিয়ে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

Advertisement

জানা গিয়েছে, সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে ফের মৃতদেহ নিয়ে যাওয়া হয়। দেখা দেয় উত্তেজনা। উপাচার্যের বাসভবনের প্রথম গেট শিকল দিয়ে তালা লাগানো ছিলো সেই শিকল ভেঙে মৃতদেহ নিয়ে উপাচার্যের বাসভবন চত্বরে মৃতদেহ নিয়ে ঢুকে পরে। কিছুক্ষনের মধ্যেই অবশ্য মৃতদেহ নিয়ে বেরিয়ে যান মৃতের আত্মীয়রা। যদিও শেষ পাওয়া খবর অনুয়াযী এখনও ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।