অফলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ, বাম অভিযানে উত্তাল করুণাময়ী
Connect with us

বাংলার খবর

অফলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ, বাম অভিযানে উত্তাল করুণাময়ী

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল প্রেস নিউজ:  ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলেজ স্ট্রীট থেকে সল্টলেক। অফলাইনের পরিবর্তে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রীট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উল্টোদিকে সল্টলেকের করুণাময়ীতে সর্বস্তরে স্বচ্ছ নিয়োগ এবং এসএসসি ও টেট-দুর্নীতিতে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল বাম ছাত্র-যুব সংগঠন।

অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রীট ক্যাম্পাস চত্বর। একই দাবিতে সংস্কৃত কলেজের পড়ুয়ারাও বিক্ষোভ শুরু করেছে। ঘেরাও করা হয় উপাচার্যকেও। এই বিষয়টি নিয়ে শুক্রবারই কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ৫০ শতাংশ অধ্যক্ষই অফলাইনে পরীক্ষার পক্ষে সওয়াল করেন। তবে এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন না অফলাইনে পরীক্ষা হবে, সেই নিয়ে গত ২০ মে পিজি এবং ইউজি কাউন্সিলের যে বৈঠক হয়েছিল, সেই দুই বৈঠকের বিষয়বস্তু নিয়ে গামী ৩ জুন সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুয়াদের দাবি, করোনার জন্য গত দু’বছর ধরে অনলাইন ক্লাস হয়েছে। অফলাইনে ক্লাস হয়েছে মাত্র দেড় মাস। তাই পরীক্ষার সিলেবাস এখনও শেষ না হওয়ায়, তারা অনলাইনেই পরীক্ষা চাইছেন। নিজেদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষুব্ধ পড়ুয়াদের ১১ জনের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, উপাচার্য তাঁদের সঙ্গে দেখা করেননি। তাঁদের চিঠি দিয়ে দাবি-দাওয়ার কথা জানানোর নির্দেশ দেওয়া হয়। তাই পড়ুয়ারা জানিয়েছেন, উপাচার্য না বেরোনো পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। এদিন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যেহেতু যাদবপুর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আগেই অফলাইন পরীক্ষার পথে হেঁটেছে, তাই পড়ুয়াদের আশঙ্কা কলকাতা বিশ্ববিদ্যালয়ও সেই পথে হাঁটতে পারে। সেই কারণেই তারা অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন।

Advertisement

এদিকে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ এবং এসএসসি-টেটে অভিযুক্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে বাম ছাত্র-যুব সংগঠনের এসএসসি ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয় সল্টলেকের করুণাময়ীতে। অভিযান শুরুর আগেই বিক্ষোভকারী এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের আটক করে পুলিশ। ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের অনেককেই গ্রেফতার করে পুলিশ। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কেও আটক করে পুলিশ। সেই নিয়ে দুইপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর। বাম ছাত্র-যুব নেতৃত্বের দাবি, আচার্য ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের মিছিলকে আটকে দেয়। তাদের কর্মীদের মারধর করা হয়। সেই কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। মীনাক্ষী সহ তাদের ১৫০ জন কর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেছে তারা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.