Jhargram: বিদ্যালয়ের জানলা-দরজা ভাঙা, প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
Connect with us

বাংলার খবর

Jhargram: বিদ্যালয়ের জানলা-দরজা ভাঙা, প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের শৌচালয়ে দরজা ভাঙা, জানালা নেই এমনকি স্কুলে পাখা নেই। পর্যাপ্ত পানীয় জল ও নেই এরকম একাধিক দাবি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিকাদের ঘিরে রেখে বিক্ষোভ ছাত্রীদের।

ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শিলদা সারদামনি গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে স্কুলের টিচার-ইনচার্জকে এই নিরাপত্তার বিষয়ে দাবিদাওয়া জানিয়েছে। কিন্তু তিনি এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেননি। অভিযোগ, বুধবার শৌচালয়ে যাওয়ার সময় একজন মোবাইলে ছাত্রীর ছবি তুলে নিয়ে চলে যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা

Advertisement

এই খবর জানাজানি হতেই অভিভাবকদের একাংশ জড়ো হয় এবং তারা গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছয় পুলিশ, পুলিশ গিয়ে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে এক ছাত্রীর অভিভাবক অরুনাংশ রায় বলেন “এই স্কুলের নিরাপত্তা ও অন্যান্য সমস্যা নিয়ে ৩ বছর আগে লিখিত আকারে আমরা স্কুল কর্তিপক্ষকে জানিয়েছি, উনারা সেই সময় আশ্বাস দিয়েছিলেন যে ২ মাসের মধ্যেই বিষয়টি ঠিক করা হবে কিন্তু আজও ঠিক করা হয়নি। আজকেও দেখা যাচ্ছে যে সমস্যা থেকে গিয়েছে “।

এক ছাত্রী বলেন” এই ঘটনা ঘটার পর আমরা টিচার-ইনচার্জকে খবর দিই উনি জানান যে মেদিনীপুর থেকে তিনি আসতে পারবেন না এবং এই শৌচালয়ের বিষয়টি জানানো হলে তিনি বলেন বর্তমানে আমাদের টিচারদের যে শৌচালয়টি আছে সেটা ব্যবহার করতে। আমাদের দীর্ঘদিন অভিযোগ জানানো সত্ত্বেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি”।

আরও পড়ুন: Uttar Dinajpur News: মারণ ব্যাধিতে আক্রান্ত খুদে, সাহায্যের আর্জি মা-বাবার

Advertisement

এই নিয়ে স্কুলের এক শিক্ষিকা বলেন “ছাত্রীরা যে দাবি জানাচ্ছে আমরা তার পক্ষেই আছি তাদের শৌচালয়ের অবস্থা খুবই খারাপ ও নিরাপত্তার এখানে খুবই অভাব রয়েছে।এই নিয়ে স্কুলের টিচার-ইনচার্জ ঝর্না রানী গিরি ফোনে বলেন “আমি আজকে স্কুলে যেতে পারিনি এই বিষয়ে আমার কাছে খবর পৌঁছেছে,যিনি ইনচার্জে আছেন তারা নিজেরা একটা বৈঠকে বসেছিলেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে , মোবাইলে যদি কেউ ছবি তুলে নিয়ে যায় তাহলে বিষয়টি আমরা পুলিশ এর কাছে লিখিত জানাবো”।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.