দেশের খবর
স্কুলে শৌচালয় তৈরি করতে চাঁদা দিল ছাত্রীরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর দিনাজপুর জেলার চোপড়া গার্লস হাইস্কুলের বহু দিনের অন্যতম সমস্যা ছিল শৌচালয়। স্কুলের ছাত্রী সংখ্যা ৪ হাজার। কিন্তু পর্যাপ্ত শৌচালয় ছিল না। স্কুলে এসে স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীরা শৌচালয় না থাকার জন্য খুব অসুবিধার মধ্যে পড়তেন।
এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, সবাইকেই আবেদন করেছিলেন স্কুল কতৃপক্ষ। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পূরণ করেননি। তারপর সমস্যা সমাধানের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিল ছাত্রীরা। শিক্ষিকা, স্কুল পরিচালন কমিটি এবং ছাত্রী, অভিভাবক সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় নিজেরাই স্কুলের শৌচালয় নির্মাণের জন্য চাঁদা দেবেন। তিন বছর আগে থেকে চাঁদা তোলা শুরু হয়, অবশেষে মঙ্গলবার নতুন শৌচালয়ের উদ্বোধন হল। নিজেরাই উদ্যোগ নিয়ে বিদ্যালয়ে ২৮টি শৌচালয় নির্মাণ করেছেন।
স্কুলে নতুন বাথরুম উদ্বোধন হওয়ায় খুশি স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রী, অভিভাবক এবং স্কুলের পরিচালকমণ্ডলী। চোপড়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা ধন্যবাদ দিয়েছেন ছাত্রী, অভিভাবক, পরিচালক মণ্ডলী এবং গ্রামবাসীদের । তিনি বলেন, এটা একটা গার্লস স্কুল। কিন্তু স্কুলের বাথরুমের অবস্থা বহুদিন থেকেই খারাপ ছিল। ছাত্রীদের জন্য আজ স্কুলে বাথরুম নির্মাণ সম্ভব হয়েছে।’