বাংলার খবর
৪৮ ঘণ্টা পরও মেলেনি রেহাই, অবস্থান-বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতীতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘হরহর মহাদেব’ বলে গড়াগড়ি খেয়েও মেলেনি মুক্তি। পড়ুয়াদের বিক্ষোভের জেরে গত সোমবার থেকে আটক রয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) কর্মসচিব আশিষ আগরওয়াল সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা।
এদিকে একটানা ৪৮ ঘন্টা আটক হয়ে থাকার পর অসুস্থ হয়ে পড়েন কর্মসচিব আশীষ আগরওয়াল। ঘটনায় উপাচার্যর অফিস সেন্ট্রাল অফিসে তাঁর চিকিৎসার জন্য আনা হয় ডাক্তার।
প্রসঙ্গত, সোমবার থেকে বিশ্বভারতী কর্মসচিব আশিষ আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, জয়েন্ট রেজিস্ট্রার অশোক মাহাতো সেন্ট্রাল অফিসে বন্দী হয়ে আছেন।
যদিও এই বিষয়ে পড়ুয়াদের দাবি, ”আমরা অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণ ভাবে। বিশ্বভারতীর কোনও আধিকারিককে ঘেরাও করিনি। হোস্টেল খোলা, অনলাইন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবেনা।”
শুধু তাই নয়, মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে তিনদিন ধরে উত্তাল হয়ে রয়েছে কবিগুরুর শান্তিনিকেতন। বন্ধ রয়েছে পঠন পাঠন থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত কাজকর্ম। এদিকে পড়ুয়াদের দাবি, যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলি না মানছেন ততক্ষণ পর্যন্ত অর্নিদিষ্ট কালের জন্য তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে এই অবস্থান-বিক্ষোভের জেরে গত তিনদিন ধরে অচলায়তন অবস্থা চলছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে।