বাংলার খবর
স্কুলের হোস্টেল থেকে আচমকা উধাও ছাত্রী, চাঞ্চল্য এলাকায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের হোস্টেল থেকে আচমকা নিখোঁজ পঞ্চম শ্রেণির এক আদিবাসী ছাত্রী। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের আর সি ডি গার্লস স্কুলে।
জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রীর নাম সাবিনা মুর্মু (১১)। তার বাবার নাম নন্দলাল মুর্মু। বাড়ি হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রামপঞ্চায়েতের পূর্ব লোহচর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, পরিবারে অভাব অনটনের তাড়নায় বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল হচ্ছিল। যারফলে ওই ছাত্রীকে হরিরামপুর থেকে বালুরঘাটের ওই স্কুলে ভর্তি করা হয়। সেই স্কুলের হোস্টেলেই রাখা হয় তাঁকে।
আরও পড়ুন : হাসপাতালের বেডে বসেই পরীক্ষা মায়ের
এদিকে গত ৫ মার্চ হোস্টেলে আসে সাবিনা। এরপর শুক্রবার সকালেই স্কুল থেকে বেড়িয়ে পড়ে বলে অভিযোগ। এদিকে শনিবার স্কুলে না আসায় এমনকি হোস্টেলেও না ফেরায় স্কুলের তরফে
বালুরঘাট থানায় ওই ছাত্রীর নামে একটি মিসিং ডাইরি দায়ের করা হয়। তবে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বেপাত্তা ওই নাবালিকা।
আরও পড়ুন : বিলেতের মাটিতে বাংলার জয়, রেল সাইনবোর্ডে বাংলায় লেখা হল স্টেশনের নাম
ওই নাবালিকার পরিবার জানিয়েছে, তাঁদের মেয়ে বাড়ি থেকে মাঝেমধ্যেই বেরিয়ে যেত। এবার হোস্টেল থেকেও একইভাবে বেরিয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় ওই ছাত্রীর খোঁজ চলছে। স্কুলের তরফে মাইকিংও করা হচ্ছে।