বাংলার খবর
ভাল্লুকের আক্রমণে ছাত্রের মৃত্যু! মারা পড়ল ভাল্লুকও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডুয়ার্সের মেটেলি চা বাগানে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম দিবেশ খালকো (১৭)। নাগরাকাটা একলব্য স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র দিবেশ। ভাল্লুকের আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
ঘটনাস্থলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা পৌঁছানোর পর ভাল্লুকটিকে তাড়ানোর চেস্টা করলেও ব্যর্থ হয়। গত দু’দিন ধরেই মেটেলি চা বাগানে ভাল্লুকটিকে দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার দিবেশ ও তার বন্ধুরা ভাল্লুক দেখে ভাল্লুকের ভিডিও করতে যায়।সেই সময় ভাল্লুকটি তাদের আক্রমণ করে। ভাল্লুকটি দিবেশকে ধরে খুবলে খায়।ঘটনাস্থলেই মারা যায় দিবেশ। চা বাগানের এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চা শ্রমিকরা।এরপর গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা ভাল্লুকটিকে তাড়াতে গুলি চালায়। এরপরই উত্তেজিত জনতা ভাল্লুকটিকে পিটিয়ে মেরে ফেলে।
স্থানীয় বাসিন্দা দিপল এক্কা জানান, মেটেলি চা বাগান এলাকায় দু’দিন ধরেই ভাল্লুকটি দেখা যাচ্ছিল। ভাল্লুক দেখতে চা বাগানের কিছু কিশোর ভাল্কুকের সামনে চলে যায়।এমন সময় ভাল্লুকটি আক্রমণ করে। সবাই পালিয়ে গেলেও এক কিশোর পালাতে পারেনি। ভাল্লুকটি কিশোরকে প্রাণে মেরে ফেলে বলে অভিযোগ। মেটেলি চা বাগান সহ পাশ্ববর্তী এলাকায় ভাল্লুক ও মানুষের সংঘাতের ঘটনা এই প্রথম। দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় ভাল্লুকের অস্তিত্বের প্রমান পাওয়া যাচ্ছিল। কিন্তু মেটেলি চা বাগানে এই ভাবে ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটায় হতবাক বনকর্মীরাও।