বিতর্কের মাঝেই 'অকাল বসন্ত উৎসবে' মাতোয়ারা শান্তিনিকেতন
Connect with us

বাংলার খবর

বিতর্কের মাঝেই ‘অকাল বসন্ত উৎসবে’ মাতোয়ারা শান্তিনিকেতন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নানা বিতর্কের মাঝেই এবার অকাল ‘বসন্ত উৎসবে’ মেতে উঠল শান্তিনিকেতন। গত দু’বছর  কোভিড ব্যাধির কারণে বসন্ত উৎসব বাতিল করা হয়েছিল কিন্তু এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করেছিল বসন্ত উৎসব তারা করতে চাই। কিন্তু ছাত্র আন্দোলনের কারণে তা করা হয়নি এমনটাই দাবি ছিল বিশ্বভারতীর।

জানা গিয়েছে, এরপরই হঠাৎই সংগীত ভবনে বসন্ত উৎসবের মহড়া শুরু হয়। আর তা নিয়ে জোর গুঞ্জনও শুরু হয়। বসন্ত উৎসব কি করবে বিশ্বভারতী? হ্যাঁ তেমনটাই হল। তবে নাম দেয়া হয়েছে ”বসন্ত বন্দনা”।

বুধবার ১৩ এপ্রিল সকাল ৭’টায় বিশ্বভারতীর আম্রকুঞ্জে শুরু হয় অকাল বসন্ত উৎসব। ”ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল।” গানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল বিশ্বভারতীর বসন্ত উৎসব। এদিন বিশ্বভারতীর বসন্ত উৎসবে দেখা গিয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সামনে সামনে হাঁটছেন এবং ছাত্র ছাত্রীরা পিছনে নাচছে। যদিও ভেতরে ঢোকার ক্ষেত্রে শুধুমাত্র অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও বিশেষ আমন্ত্রিত সদস্যরা ছাড়া কেউই ভেতরে প্রবেশ করতে পারবে না। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে।

Advertisement

আরও পড়ুন: অচলাবস্থা অব্যাহত বিশ্বভারতীতে, তালা ঝুলছে বিভিন্ন ভবনে

উল্লেখ্য, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visvabharati University)। কিছুদিন আগে বিশ্বভারতীর অধিকাংশ ভবনে  তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছাত্র-ছাত্রীর আগেই তাদের পরীক্ষা বয়কট করেছিল এবার ভবনে ঝুলছিল তালা। যদিও এই তালা কারা লাগিয়েছে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আলিয়া ইস্যুতে গ্রেফতার হলেও বিশ্বভারতীর উপাচার্যকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Advertisement

ছাত্র-ছাত্রীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাঁদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই ভাবেই অচলাবস্থা চলবে বিশ্বভারতী জুড়ে। বিশ্বভারতী সূত্রে খবর, খোলা হয়েছে কেন্দ্রীয় অফিস সেখানে কর্মীরা সোমবার থেকে কাজ শুরু করবে। অন্যদিকে, ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছে। পরীক্ষা দিচ্ছে না অনেকেই। তাঁদের দাবি অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইনে পরীক্ষা নিতে হবে ও সমস্ত হোস্টেল খুলতে হবে। কোর্টের রায় তাঁরা মানছেন না এমনটাই জানাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।