বাংলার খবর
গেস্ট হাউসে ডেকে ছাত্রীর সঙ্গে কুকীর্তির অভিযোগ, গ্রেফতার শিক্ষক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে নির্যাতিতা ওই ছাত্রীর অশ্লীল ভিডিয়ো তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক।
জানা গিয়েছে, ছাত্রীর West Bengal News, Crime News, Kolkata Rape Case, Policre, তরুণীকে নির্যাতন, কলকাতাঅভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকে একটি কোচিং সেন্টারে IPS ও IAS পড়াশোনা করানো হত। সেখানেই প্রিযস সিং সেঙ্গার নামের একজন শিক্ষক কোচিং ক্লাস নিতেন। অভিযুক্ত শিক্ষক প্রিযস সিং ওই কোচিং সেন্টারের একজন ছাত্রীকে জানায় যে, তাঁকে আলাদা করে ক্লাস নেবে তার জন্য তাঁর CK ব্লকের বাড়িতে আসতে বলা হয় ওই ছাত্রীকে।
জানা গিয়েছে, কিছু বোঝার আগেই অভিযুক্ত শিক্ষকের কথামতো তাঁর বাড়িতে পড়তে যেতে রাজি হয়ে যায় ওই নির্যাতিতা ছাত্রী। তারপর সেখানে ঘটে বিপত্তি। আরও জানা গিয়েছে, সল্টলেকের সিকে১১৪ ব্লকে অবস্থিত ওই শিক্ষকের বাড়িতে পড়ার জন্য গেলে তাঁকে অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুন: বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা, বাঁশ দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক
শুধু তাই নয়, সেখানে গিয়ে সে জানতে পারে এটি একটি গেস্ট হাউস। পাশাপাশি তাঁর অশ্লীল ছবি তুলে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রীকে শিক্ষক বলে কাউকে জানালে এই ছবি ভাইরাল করে দেবে। এর পরই তরুণী বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোককে বিষয়টি জানালে ১৫/০২/২২ তারিখ বিধান নগর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণীর পরিবার।
আরও পড়ুন: ঠাকুরনগরে মেলায় যাওয়ার পথে অসুস্থ, মাঝপথ থেকেই রাজভবনে ফিরলেন রাজ্যপাল
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর মহিলা থানার পুলিশ। এর পরেই ঐ শিক্ষকের ফোন নাম্বারে সূত্র ধরে মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এদিকে হাওড়ার বাড়িতে বসে নির্যাতিতা তরুণী ওই অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি ক রছেন।