দাদুকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি নাতির!
Connect with us

বাংলার খবর

দাদুকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি নাতির!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দাদুকে বাঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নাতির। শোকের ছায়া মহিষাদলের ভূঞ্যা পাড়ায়। জানা গিয়েছে, ৮৫ ঊর্ধ্ব দাদু হৃদরোগে আক্রান্ত। চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাতির।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৌশিক ভূঞ্যা(২১)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহিষাদলের সুন্দরায়।
জানা গিয়েছে, মঙ্গলবার অসুস্থ দাদুকে ইলেকট্রিক ইনহেলার দেওয়ার সময় নিজের বাড়িতে ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে ইলেকট্রিক শট খায় নাতি কৌশিক ভূঞ্যা।

আরও পড়ুন: কুসংস্কারের থাবা! ভূতে ধরেছে দাবি তুলে নাবালিকা ছাত্রীর ওপর ওঝার অত্যাচার

Advertisement

জানা গিয়েছে, মৃত কৌশিক ভূঞ্যা মহিষাদল রাজ কলেজের অঙ্কে অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র। মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে কৌশিককে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিষাদল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমান, শিক্ষা কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার সময় কৌশিক নিজের বাড়িতে অসুস্থ দাদুকে ইলেকট্রিক চিকিৎসা যন্ত্র ব্যবহার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন: মেয়ের বিয়ের জন্য তৈরি গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পলাতক মা!

তাঁর মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা প্রদীপ স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক। কৌশেকের দাদু দীর্ঘদিন ধরে অসুস্থ। তার দেখাশোনা করত কৌশিক। এই ভাবে সকলকে ছেড়ে চলে যাবে কেউ ভাবতে পারেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

Advertisement