গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
Connect with us

বাংলার খবর

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী  উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার জুগিশোল গ্রামে ঘটেছে এই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিশ্বজিৎ মাহাত (১৯)। সে পাথরা এসি হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। বিশ্বজিতদের দুঃস্থ পরিবার। বাবা মা দুজনকেই সংসার চালানোর জন্য দৈনিক মজুরি করতে হয় বলে জানা গিয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে খবর, এদিন তাঁর বাবা – মা কাজের সন্ধানে বেরিয়ে ছিল। সেই সময় সবার অলক্ষ্যে বিশ্বজিৎ তাঁদের বাড়ির ছাদে উঠে গলায় ফাঁস দেয়। পরে তাঁর ভাই বিষয়টি দেখতে পায়। প্রতিবেশীদের ও বাবা মাকে জানায়। সঙ্গে সঙ্গে সবাই মিলে বিশ্বজিৎকে সাঁকরাইলের ভাঙ্গাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বজিৎ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রতিবেশীরা অবশ্য জানিয়েছেন ওঁদের খুব দুঃস্থ পরিবার। বাড়িতে ওর সঙ্গে কারও কোনও গন্ডগোল হয়নি।

আরও পড়ুন: স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, শ্রীঘরে যুবক

Advertisement

তবে কেন এমন ঘটনা ঘটাল তা বুঝতে পারছে না কেউই। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে গ্রামে ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল বিশ্বজিৎ। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জুগিশোলে!

অন্যদিকে, ছয়টি ট্রাকে সাতটি হাতি। জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে ট্রাক ভর্তি হাতি আটক করল বন দফতর। অরুণাচল প্রদেশ থেকে ট্রাক বোঝাই করে ছোট বড় মিলিয়ে সাতটি হাতি অসম হয়ে গুজরাট নিয়ে যাওয়া হচ্ছিলো বলে অভিযোগ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তিস্তা সেতুর কাছে হাতি সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা।

আরও পড়ুন: দুয়ারে কোভিড ভ্যাকসিন, টিকাকরণে গতি আনতে ভ্রাম্যমাণ গাড়ি চালু হচ্ছে এই জেলায়

Advertisement

ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বন দফতর। পাচারের উদ্দেশ্যে হাতিগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিলো কিনা জানতে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি হাতির কানে লাগানো মাইক্রো চিপ পরীক্ষা করে দেখা হবে বলে জানাগিয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে অসম বাংলা সীমান্তের বারোবিশায় পাচারের আগে ক্যাঙ্গারু সহ একটি ট্রাক আটক করে পুলিশ। বর্তমানে আলিপুর চিরিয়াখানায় রাখা হয়েছে ক্যাঙারুটিকে।