বাংলার খবর
জীবনের প্রথম শিক্ষিকা…মা তুঝে সালাম, মায়ের পুজো পড়ুয়াদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল ‘মা’। ভিন্ন ভিন্ন ভাষায় আলাদা আলাদা ভাবে ডাকা হলেও প্রত্যেকে সন্তানের কাছে মা হল অমূল্য সম্পদ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ভারতে পালিত হয় মাতৃ দিবস।
চলতি বছর ৮ মে মাতৃ দিবস। মাতৃ দিবসে মায়ের প্রতি শ্রদ্ধাশীল দেখাতে অজস্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যায়। কিন্তু সেই মাকেই শেষ বয়সে যেতে হয় বৃদ্ধাশ্রমে।
আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে শনিবার অভিনব উপায়ে মাতৃ দিবস পালন করল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। আন্তর্জাতিক মাতৃ দিবসের আগের দিন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘মা পুজো’ ।
আরও পড়ুন: লোকালয়ে লাগাতার হাতির হানা, বিক্ষোভের মুখে বনকর্মীরা
বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন শ্রদ্ধা ভক্তির সাথে নিজের মায়ের পুজো করে । প্রথমে জল দিয়ে মায়ের পা ধুয়ে দেয় পড়ুয়ারা, এরপর হাতজোড় করে মায়ের কাছে শপথ বাক্য পাঠ করে এমনকি প্রণাম করে মা কে পায়েস খাইয়ে দেয়।
মায়ের সঙ্গে সন্তানদের যে নাড়ির টান ,অন্যান্য দেবীর মত প্রত্যেকের কাছে নিজের মা দেবীতুল্য আজকের এই অনুষ্ঠান থেকে মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ককে সুদৃঢ় করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন জয় বসাক বলেন, সন্তানরা যাতে নিজের মা-বাবাকে ভালোবাসে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই উদ্দেশ্যেই মা পুজোর আয়োজন করা হয়েছে। প্রচুর অসহায় মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয়। মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে পারলে আগামীতে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বলে কোন জিনিস থাকবে না।
আরও পড়ুন: মিড-ডে মিলে বৈচিত্র্য আনতে অভিনব উদ্যোগ স্কুলের
এদিন মোট ১৯৮ জন পড়ুয়া মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে মায়ের পুজো করে। বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবক সহ পড়ুয়ারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।