বিবাহিত সম্পর্ক মজবুত করে ''পরকীয়া'' !
Connect with us

লাইফ স্টাইল

বিবাহিত সম্পর্ক মজবুত করে ”পরকীয়া” !

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সমাজে ”পরকীয়া” এখনো পর্যন্ত সেইভাবে গ্রাহ্য নয়। এই শব্দটি শুনলেই মনে একটা নেতিবাচক ফিল আসে। কত সম্পর্কই না ভেঙে গেছে এই পরকীয়ার কারণে। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ফাটল ধরায় সম্পর্কে। কিন্তু শুধু কি নেতিবাচক প্রভাবই বিস্তার করে এই পরকীয়া ?এর কোনো ইতিবাচক দিক কি নেই ?আসুন জেনে নি পরকীয়ার কিছু ইতিবাচক দিক –

বিশেষজ্ঞরা মনে করেন যে – আপাতদৃষ্টিতে পরকীয়া বিয়ে ভাঙার কারণ হিসাবে বিবেচিত হলেও অনেক সময় ভেঙে পড়া পুরানো বিবাহিত সম্পর্ককে মজবুত করতে কিন্তু সক্ষম।সম্পর্কের আকর্ষণ সেই প্রথম সময়ের মতন তাজা থাকে এমনটা খুব কম বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেই হয়। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের আকর্ষণ কমতে থাকে। সঙ্গীর কাছে নিজেকে আকর্ষণীয় করে রাখার ইচ্ছাটাও আসতে আসতে কমে যায়। এমন সময়ে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটলে নিজেকে নতুন করে আরো একবার আকর্ষণীয় করে তোলার ইচ্ছে জন্মায়। এর ফলে আপনাকে আপনার সঙ্গীর নতুন করে ভালো লাগতে শুরু করে।

সংসারের দায়িত্বের চাপে হারিয়ে যায় প্রেমের কোমল ও সুখকর অনুভূতিগুলি। জীবনে নতুন প্রেম আসলে আবার সেই কোমলতা ,পেলবতা ,মাধুর্য্য ফিরে আসে আপনার চলনে ,বলনে ,চেহারায়। পুরোনো আপনি আবার নতুন ‘আমি’ তে পরিবর্তিত হন আর এই নতুন আপনাকে আপনার সঙ্গী আবারো পছন্দ করতে শুরু করেন।

Advertisement

দাম্পত্য জীবনে একসঙ্গে চলতে চলতে জীবনসঙ্গীর দোষ-ত্রুটি ,খামতি গুলি চোখে পরে আর সেইগুলি বার বার তাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো হয়। কিন্তু যখন নতুন প্রেমিক বা প্রেমিকার ভুল – ত্রুটি সামনে আসে তখন কোথাও আমরা মেনে নি যে প্রত্যেক মানুষই দোষ-গুণ নিয়ে হয় ,তাই তখন জীবনসঙ্গীর ভুল -ত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা সম্ভব হয়।ভালোবাসার মানুষকে তার দোষ -গুণ সবটা নিয়েই ভালোবাসা উচিৎ সেটা আরো একবার আমাদের মনে পরে।

নতুন প্রেমের আগমনে অনুভূত হয় খানিকটা মুক্তির হওয়া। সাংসারিক জীবনের একঘেঁয়েমি থেকে কিছুটা হালকা হওয়ার অনুভূতি নিয়ে আসে এই পরকীয়া। পরকীয়া অনেক সময়ই বুঝিয়ে দেয় জীবনে বিয়ে আর জীবনসঙ্গীর গুরুত্বটা। তাই ভাঙতে বসা সম্পর্ক জোড়া লাগে কিছুসময়। নতুন উদ্যমে শুরু করতে পারেন পুরানো সংসার।

নতুন প্রেমে শরীরে ফিল গুড হরমোন তৈরী হয় বেশি। ফলে একটি ভালোলাগার আবেশ সবসময় আপনাকে ঘিরে থাকে আর এই ভালোলাগা ফিলটা অনেকটা অক্সসিজেনের কাজ করে থাকে।

Advertisement

তবে একথাও ঠিক পরকীয়া মানেই সবসময় সেটা শারীরিক সম্পর্ক হবে তা নয়। মানুষের মনই কিন্তু আসল। মন যদি কাউকে পছন্দ করে সেটা যেমন আটকানো সম্ভব নয় ,আবার এই সম্পর্কের কারণে যদি অকারণে কোনো বিবাহিত সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটাও একদমই অন্যায়। তাই প্রত্যেকের উচিৎ নতুন সম্পর্কের সুন্দর ও সুস্থ দিকটি নিয়ে পুরানো সম্পর্ককে মজবুত করা। কারণ বিবাহ এবং জীবনসঙ্গী এই দুই কিন্তু ভীষণ দামী।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.