দেশের খবর
রাস্তায় বাসের মতো আবার রেল লাইনে ট্রেনের মতো ছুটবে জাপানে তৈরি অদ্ভুত গাড়ি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জাপানের কায়রো একটি ছোট শহর। ফলে এখানে বড় গারি চললেও তা ক্ষতির মুখে পড়ে। কারণ এখানে যাত্রী সংখ্যা যথেষ্ট কম হয়। এই সমস্ত এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য অভিনব পন্থা আবিস্কার করল জাপান। মানুষের যানবাহন সুবিধার জন্য একটি গাড়ি আবিষ্কার হয়েছে।
এই গাড়ি রাস্তায় চলতে পারে আবার রেল লাইনে চলতে পারে! অর্থাৎ রেল লাইনে চলবে ট্রেনের মতো আবার রাস্তায় চলবে বাসের মতো। এই গাড়ির নাম দেওয়া হয়েছে “ডুয়াল মোহ ভেহিকেল”। শনিবার এই গাড়ি সামনে এসেছে। আশা কোস্ট রেল কোম্পানি এই গাড়ি তৈরি করেছে। সংস্থার সিইও বলেছেন, এই গাড়ি দেখতে মিনি বাসের মতো। রাস্তায় এমনি চাকায় চলবে এবং রেল লাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা।
যে এলাকায় পরিবহণ লাভের মুখ দেখতে পারে না সেখানে এই গাড়ি চালান হবে। এই গাড়িতে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবেন। এই গাড়ি রেল লাইনে ৬০ কিলোমিটার গতিবেগে এবং রাস্তায় ১০০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। এই গাড়ি চলবে ডিজেলে। এই গাড়ি চলাচলের ফলে উপকৃত হবে জাপানের কম জনসংখ্যা বিশিষ্ট এলাকার মানুষ। প্রস্তুতকারী সংস্থা যুক্তি, এই গাড়ি একদিকে বাসের মতো যাত্রী তুলে নিয়ে এসে ট্রেনের মতো গন্তব্যে পৌঁছে দেবে।