দেশের খবর
মঙ্গলবারের শুরুতেই ধাক্কা খেল শেয়ার বাজার, তবে কিছু ক্ষেত্রে আশার আলো

ডিজিটাল ডেস্ক : সোমবার জোরদার উত্থানের পর মঙ্গলবার শেয়ার বাজারে ধস দেখা দিল। দিনের শুরুতেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি ৫০ সূচক ১২.৪০ পয়েন্ট কমে যায়। সকাল ১০.৩০ নাগাদ নিফটি প্রায় ২৬৩ পয়েন্ট পড়ে দাঁড়ায় ২৪,৬৬০-এর আশপাশে। একই সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্স প্রায় ১,০০০ পয়েন্ট পতন ঘটিয়ে নেমে আসে ৮১,০০০-এর আশেপাশে। ব্যাঙ্ক নিফটিও রয়েছে ৫৫,০০০-এর কাছাকাছি।
কে ভালো, কে খারাপ?
সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইনফোসিস, ইটার্নাল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড এবং আইসিআইসিআই ব্যাঙ্ক—এই শেয়ারের দর ২ শতাংশ পর্যন্ত পড়েছে। অন্যদিকে, সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারত ইলেকট্রনিক্স, বাজাজ ফিনান্স, টেক মহিন্দ্রা এবং মারুতি-র শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।
পতনের পেছনে প্রফিট বুকিং?
বিশেষজ্ঞদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (সিজ়ফায়ার) ঘোষণার জেরে সোমবার বাজারে ব্যাপক চাঙ্গাভাব দেখা যায়। সেনসেক্স সেদিন প্রায় ৩,০০০ পয়েন্ট বেড়েছিল। তার পরের দিন বাজারে পতনের পেছনে প্রফিট বুকিং অর্থাৎ লাভ ঘরে তোলার প্রবণতাই প্রধান কারণ হতে পারে।
আজ নজরে যেসব কোম্পানি
আজ নজর রয়েছে টাটা মোটরস, হিরো মটোকর্প, ভারতী এয়ারটেল, ভারতী হেক্সাকম, আদিত্য বিড়লা ক্যাপিটাল, সিপলা, এবং গেইল ইন্ডিয়া-র উপর। এই কোম্পানিগুলি আজই শেষ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল এবং লভ্যাংশ ঘোষণা করতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য খুশির খবর হতে পারে।
বিঃদ্রঃ এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য ও সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ভালোভাবে খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকি সাপেক্ষ।