মদ বিক্রিতে রেকর্ড রাজ্যের! ডিসেম্বরেই ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়
Connect with us

দেশের খবর

মদ বিক্রিতে রেকর্ড রাজ্যের! ডিসেম্বরেই ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে চলেছে রাজ্য আবগারি দফতর। রাজস্ব আদায়ে আবারও নজির গড়ল আবগারি দফতর। বিগত ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য আবগারি দফতর রাজস্ব আদায়ের লক্ষ্য রেখেছিল ১২ হাজার কোটি টাকা।

দফতর সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরেই আবগারি দফতর সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে! চলতি অর্থবর্ষের শেষে লক্ষ্যমাত্রার থেকেও বেশি আয় হবে বলেও আশা আবগারি দফতরের। তবে এই বারের বৃদ্ধি ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ডকে স্পর্শ করতে পারবে না। ওই বছর আবগারি দফতর লক্ষ্যমাত্রা রেখে ছিল ৫ হাজার ৭৮১.৩৮ কোটি টাকা। পরে সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি টাকা করা হয়। কিন্তু দেখা গিয়েছিল সেই অর্থবর্ষের শেষে দ্বিগুন- ৯ হাজার ৩৪০.০৫ কোটি টাকা আয় হয়েছিল। আবগারি দফতরের ওপরই যে অনেকটাই নির্ভরশীল রাজ্যের অর্থ ব্যবস্থা, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, ২০১৫-১৬ অর্থবর্ষের শুরুর দিকে লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারেনি দফতর।

চিত্রটা বদলে যায় ২০১৭ সাল থেকেই। ওই বছর জানুয়ারির গোড়া থেকে রাজ্যে দেশি ও বিদেশি মদের প্রধান বণ্টকারী হিসেবে কাজ শুরু করে বেঙ্গল স্টেট ব্রেভারেজ কর্পোরেশন। তার পর থেকেই আবগারি দফতরের আয় অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে দাবি শীর্ষ আধিকারিকদের। ২০১৭-১৮ অর্থবর্ষে আবগারি দফতরের মোট রাজস্ব আয় হয়েছিল ৯ হাজার ৩৪০.০৫ কোটি টাকা। পরের বছর, অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে আয় হয়েছিল ১০ হাজার ৫৯০.৭২ কোটি টাকা। সেই বছর লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৫০৩.৪১ কোটি টাকা।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.