বাংলার খবর
রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের বিস্ফোরক রিপোর্ট! জঙ্গলমহল-সহ কলকাতাতেও বাড়ছে মাও সক্রিয়তা

রাজীব দত্ত : রাজ্যে বর্তমানে মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই বলেই দাবি করে আসছে রাজ্য সরকার। কিন্তু হামেশাই জঙ্গলমহল, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মাওবাদীদের পোস্টার উদ্ধার হয়। যদিও প্রতিটি ক্ষেত্রেই তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, মাওবাদী নয়, স্থানীয় দুষ্কৃতিরাই মাওবাদীদের নাম করে পোস্টার দিয়েছে।
কিন্তু সেই দাবি যে ভুল, তা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের রিপোর্টে প্রমাণিত হয়ে গেল। সূত্রের খবর, সম্প্রতি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ সহ রাজ্যের সমস্ত প্রশাসনিক বিভাগকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেই রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে, জঙ্গলমহলে মাওবাদীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয়, কলকাতাতেও বাড়ছে মাও সক্রিয়তা! কলকাতার নোনাডাঙ্গা অঞ্চলেও মাওবাদীদের সক্রিয়তা রয়েছে বলেও বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে নাশকতার ছক কষছে মাওবাদীরা।
পাশের সমস্ত রাজ্যগুলো থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ, অত্যাধুনিক অস্ত্র এবং বিস্ফোরক রাজ্যে জমা করছে মাওবাদীরা। তারমধ্যে ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কঠোর করা হচ্ছে। সামনেই রাজ্যে কর্পোরেশন এবং পৌর নির্বাচন রয়েছে। তাই রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গোয়েন্দা বিভাগের এই রিপোর্টের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হচ্ছে। তাঁর আগামী জনসভা গুলোতেও নিরাপত্তা কঠোর করা হচ্ছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। সোমবারই অখিলেশ যাদবের আমন্ত্রণে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে লখনউ গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরদার নিরাপত্তা সুনিশ্চিত করার কথা রাজ্য পুলিশের পক্ষ থেকে লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং উত্তরপ্রদেশ প্রশাসনকেও করা হয়েছে।