দেশের খবর
হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর চালে বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ! নেতাই হত্যাকাণ্ড নিয়ে প্রত্যেকবার শহীদ দিবস পালন করে আসছেন শুভেন্দু অধিকারী।
লালগড়ের নেতাই দিবসে শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে শুক্রবার পুলিশি বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবারের এই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে যাবেন বলেও পুলিশকে হুঁশিয়ারি দেন শুভেন্দু। প্রতি বছর ৭ জানুয়ারি নেতাই দিবসে গ্রামে গিয়ে শহিদ পরিবারদের সঙ্গে দেখা করেন শুভেন্দু।
জানা গিয়েছে, গতকাল সেখানে যাওয়ার পথে ঝিটকায় জঙ্গলের কাছে তাঁকে পুলিশ আটকায়। বাধ্য হয়ে ফিরে এসে বিনপুরের মাঠে শহিদ তর্পণ করেন তিনি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও পুলিশ কী করে তাঁর পথ আটকাতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। যদিও এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়, কোভিড পরিস্থিতির জন্য যেতে দেওয়া হয়নি।