বাংলার খবর
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্নের মুখে রাজ্য, জনস্বার্থ মামলার অনুমতি দিল হাইকোর্ট

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার একাধিক প্রশ্ন উঠে এলো কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। একাধিক বিতর্কিত বিষয়ে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী।
সরকারি অনুদান ও কর ছাড় নিয়ে প্রশ্ন
আবেদনকারীর মূল যুক্তি, জগন্নাথ মন্দির নির্মাণে অনুদান দিলে আয়কর ছাড় দেওয়া হবে—এই ঘোষণা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাঁর দাবি, সরকার কখনও মন্দির নির্মাণ করতে পারে না, তা সাংবিধানিকভাবে প্রশ্নসাপেক্ষ। আবার যদি এই মন্দিরকে ‘সংস্কৃতি কেন্দ্রের’ অংশ হিসেবে দেখানো হয়, তবে করছাড়ের প্রশ্নই ওঠে না। এই বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ট্রাস্ট ও হিডকোর যোগসূত্র নিয়েও প্রশ্ন
আবেদনকারীর অভিযোগ, মন্দিরটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হলেও, অর্থদানের ক্ষেত্রে হিডকোর ঠিকানা ব্যবহার করা হচ্ছে। একটি বেসরকারি ট্রাস্ট কীভাবে হিডকোর অফিসকে ব্যবহার করতে পারে, সেই প্রশ্ন তুলে আবেদনকারী আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন।
সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন
আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ এসেছে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে। রাজ্য মন্ত্রিসভা ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই মোতাবেক বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। কিন্তু আবেদনকারীর প্রশ্ন—এই নিয়োগের ভিত্তি কী? আদালত যেন মন্দির কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করে, সেই আর্জিও জানিয়েছেন তিনি।
হাইকোর্টে পরবর্তী শুনানির অপেক্ষা
বর্তমানে হাইকোর্ট জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। পরবর্তী শুনানিতে বিষয়গুলির বিচারিক পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।