বাংলার খবর
রাজ্য বিজেপিতে রদবদল! সরানো হল অগ্নিমিত্রা পাল, সৌমিত্র খাঁকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারার পর রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে করা হয়েছিল। তার পর থেকেই রাজ্য কমিটিতে পরিবর্তনের সম্ভবনা তৈরি হয়েছিল। অবশেষে রাজ্য কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়েছে।
গঠিত হল রাজ্য বিজেপির নতুন কমিটি। বেশ কিছু পুরনো মুখকে সরানো হয়েছে এবং নতুন মুখকে সামনে আনা হয়েছে। তারমধ্যে অন্যতম হল যুব ও মহিলা মোর্চার রাজ্য সভাপতি পদে পরিবর্তন। এর আগে যুব মোর্চার রাজ্য সভাপতি পদে ছিলেন সৌমিত্র খাঁ। তাঁকে সরিয়ে এই পদে বসানো হয়েছে ডঃ ইন্দ্রনীল খানকে।
মহিলা মোর্চার সভানেত্রী পদে ছিলেন অগ্নিমিত্রা পাল। তাঁর জায়গায় এসেছেন তনুজা চক্রবর্তী। সৌমিত্র খাঁ’কে বসানো হয়েছে রাজ্য সহ সভাপতি এবং অগ্নিমিত্রা পালকে রাজ্য সম্পাদক পদে বসানো হয়েছে। এছাড়াও অন্য কমিটি গুলিতেও বেশ কিছু নতুন মুখকে তুলে আনা হয়েছে। আদি বিজেপি এবং নব্য বিজেপি সব স্তরের নেতরাই স্থান পেয়েছেন নতুন কমিটতে।