বাংলার খবর
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার! দেওয়া হচ্ছে অক্সিজেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সন্ধে সাতটা নাগাদ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃদু জ্বর, সর্দি ও কাশি থাকায় গত তিন-চার দিন ধরে বাড়িতেই ছিলেন তিনি।
শনিবার ভার্চুয়ালি দলের তিন-চারটি মিটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার রাত থেকেই তাঁর শরীরে নানান উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু রবিবার দুপুর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্য বিজেপি সভাপতির অক্সিজেন স্যাচুরেশন ৯১ তে নেমে যাওয়ার সঙ্গে জ্বর থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে অক্সিজেনও দেয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণা ও গা, হাত, পায়ে ব্যথাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।