বাংলার খবর
এসএসসি নিয়োগ দুর্নীতি, আরও এক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আরও একজনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার, নবম ও দশম শ্রেণীতে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে সিদ্দিক গাজী নামে এক শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে রাজশেখর মান্থার বেঞ্চে সরিয়ে নিয়ে আসা হয়। সোমবার নতুন বেঞ্চ এই মামলার শুনানি হয়। তাতেই বিচাপতি মান্থার সিদ্দিক গাজীর চাকরি বাতিল করেন। মামলাকারী অনুপ গুপ্ত অভিযোগ করেছিলেন, মেধা তালিকায় তাঁর নাম ২০০ নম্বরে থাকলেও ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজী চাকরি পেয়েছেন। সোমবার সেই মামলার শুনানির পরই বিচারপতি রাজশেখর মান্থার, বেআইনিভাবে চাকরি পাওয়ায় ওই ব্যক্তির চাকরি বাতিল করার জন্য পর্ষদকে নির্দেশ দেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এমনকি তাঁকে ৪১ মাসের বেতন আগামী ৭ জুন ও ৭ জুলাই, দুই কিস্তিতে আদালতের রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারী ববিতা সরকারও অঙ্কিতার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন। মেধা তালিকায় অঙ্কিতার নাম পিছনে থাকলেও হঠাৎ করেই উপরের দিকে নিয়ে আসা হয় তাঁর নাম। ববিতার থেকে অঙ্কিতার নম্বর কম থাকলেও, এমনকি পার্সোনালিটি টেস্ট না দিয়েও প্রভাব খাটিয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ ওঠে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। সোমবার একই ভাবে সিদ্দিক গাজীর চাকরিও বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।