বাংলার খবর
টলি পাড়ার অতি পরিচিত অভিনেত্রী শ্রীতমা সাত পাকে বাঁধা পড়লেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বধূবরণ সিরিয়ালে নায়িকার বোনের অভিনয়ের পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীতমা রায় চৌধুরী। এরপর অনেক সেরিয়ালেই তাঁকে দেখতে পাওয়া যায়। অবশ্য শ্রীতমা বেশিরভাগ খলনায়িকার চরিত্রেই অভিনয় করে থাকেন।
বর্তমানে শ্রীতমা ‘দেবী’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। কিন্তু এর মাঝে তিনি সেরে ফেললেন জীবনের এক বিশেষ কাজ। মানে বিবাহ। হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনেই শ্রীতমা গাঁটছড়া বেঁধেছেন বহু দিনের প্রেমিকের সঙ্গে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিয়ের কিছু ফটো। সেখানে দেখা গিয়েছে স্বামী দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়কে। স্বামী দীপাঞ্জন হলেন পেশায় নাবিক।
কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টলি পাড়ার বহু চেনা মুখকে দেখা যায় শ্রীতমার বিবাহানুষ্ঠানে। সেখানে ছিলেন রুকমা, গীতশ্রী, মল্লিকা মজুমদার, অলকানন্দা গুহ। সকলেরই হাসি মুখ ধরা পড়েছে ফটোতে। ব্যাচেলর পার্টি থেকে গায়ে হলুদের সব ছবি শেয়ার করেছেন তিনি। বিয়ের ফটো একটু দেরিতে পোস্ট করলেও গোলাপি বেনারসীতে বেশ সুন্দর লাগছিল তাঁকে। আগামী দিন যাতে সুন্দর হয়ে ওঠে, তার জন্য নবদম্পতিকে সকলেই শুভ কামনা জানিয়েছেন।