Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে
Connect with us

আন্তর্জাতিক

Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গণবিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি শ্রীলঙ্কার। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বুধবারই ইস্তফা দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের।

ইস্তফা দেওয়ার জন্য চুক্তিপত্রে সই করেই রেখেছিলেন রাজাপাকসে। এবার তাঁর জায়গায় কার্যনির্বাহী হিসেবে রাষ্ট্রপতি হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর শ্রীলঙ্কাজুড়ে জারি করা হয়েছে কার্ফু। 

বুধবার দেশে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার পরই এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জারি হয়েছে কার্ফু (Curfew In Sri Lanka)। মূলত দেশের পশ্চিম অংশেই বিক্ষোভ দমনে এই কার্ফু জারি করা হয়েছে বলে জানাচ্ছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম।

Advertisement

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তথা অস্থায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের (Ranil Wickremesinghe) মিডিয়া সচিব দিনুক কলোম্বেজ বলেন, “অবিলম্বে দেশে কার্ফু বলবৎ করা হচ্ছে। আইনভঙ্গকারীদের কঠোর সাজা দেওয়া হবে।”

পাশাপাশি মিডিয়া সচিব জানিয়েছেন, রাজপথে বেআইনি আচরণ কিংবা সরকারি সম্পত্তি ধ্বংস করতে দেখলেই গ্রেফতার করা হবে অভিযুক্ত বিক্ষোভকারীকে। সঙ্গে তাদের ব্যক্তিগত গাড়িও বাজেয়াপ্ত করা হবে।

Advertisement