আন্তর্জাতিক
অগ্নিগর্ভ লঙ্কার পরিস্থিতি, জনতার বিক্ষোভে দুবাই পালাতে ব্যর্থ প্রাক্তন মন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে অর্থনৈতিক সঙ্কটে অগ্নিগর্ভ লঙ্কার পরিস্থিতি। এই অবস্থায় গা বাঁচাতে দেশ ছেঁড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে জনতার বিক্ষোভের মুখে পড়লেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বেসিল রাজাপাকসে।
জানা গিয়েছে, সোমবার দেশ ছেঁড়ে দুবাইতে পালানোর সময় এয়ারপোর্ট অথরিটির প্যাসেঞ্জার টার্মিনাল ক্লিয়ারেন্সে তাঁকে আটকে দেওয়া হয়। বিমান ধরার জন্য বোর্ডিংয়ে প্রবেশ করতে বাধা দেন সহযাত্রীরা। এমনকি প্রাক্তন এই অর্থমন্ত্রীকে সহযোগিতার হাত বাড়ায়নি অভিবাসন দফতরের কর্মীরাও।
সোমবার রাত ১২টা নাগাদ বদরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বেসিল। সেই সময় তিনি দুবাইগামী বিমান ধরার চেষ্টা করলেও টার্মিনাল থেকেই তাঁকে বিমানবন্দরের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয়।
আরও পড়ুন: রাজাপাকসের ঘর ওয়াপসি জল্পনার মধ্যেই নির্বাচনের সম্ভাবনা
এমনকি যেখানে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ সেখানে প্রাক্তন এই অর্থমন্ত্রীকে ভিআইপি পরিষেবা দিতে অস্বীকার করেন বিমানবন্দরের অভিবাসন দফতরের আধিকারিকরা। জানানো হয়, তাঁরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। যতক্ষণ না শ্রীলঙ্কার সমস্যার সমাধান হচ্ছে তাঁরা কোনও রকম পরিষেবা দিতে পারবেন না।
আরও পড়ুন: সারা বিশ্বকে শান্তির বার্তা দিতে সাড়ে ৬ হাজার কিমি পথ পায়ে হেঁটে হজ যাত্রা
উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিক্রমাসিঙ্ঘে। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার পরই সংসদ থেকে ইস্তফা দিয়েছেন আরও ৩ মন্ত্রী। এছাড়াও নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার পাশাপাশি সর্বদলীয় সরকার গঠনেরও দাবি জানানো হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা সোমবার বলেছেন যে, দলীয় নেতারা ২০ জুলাই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। যদি রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই সংসদের স্পিকারের ঘোষণা অনুসারে পদত্যাগ করেন।