আন্তর্জাতিক
‘ভাঁড়ে মা ভবানী’, প্রবল অর্থনৈতিক সঙ্কটে পরিস্থিতি সামাল দিতে সব দলকে একজোট হওয়ার আহ্বান গোতাবায়ে সরকারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘ভাঁড়ে মা ভবানী’ অবস্থা। প্রবল অর্থনৈতিক সঙ্কটে ভুগছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। চিনের থেকে ঋণ নিয়ে অবস্থা প্রায় দেউলিয়ার মতো। GDP-এর হার নিম্নমুখী। একদিকে করোনার থাবায় ভেঙে গিয়েছে শ্রীলঙ্কার প্রধান অর্থনীতির ভিত পর্যটন ব্যবসা। তার উপর ব্যাপক পরিমাণে বৈদেশিক ঋণ গ্রহণ করায় দেনার দায়ে জর্জরিত অবস্থা। ইরান-ইরাক থেকে জ্বালানি তেল আসলেও পকেটে নেই দাম মেটানোর মতো পয়সা।
এই অবস্থায় ব্যাপক জনরোষের মুখে পড়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি Gotabaya Rajapaksa-এর সরকার। জারি হয়েছে ৩৬ ঘণ্টার জরুরি অবস্থা। দেশের নিদারুণ সঙ্কটের খবর যাতে বাইরের দুনিয়ায় ভুল বার্তা না দেয় তারজন্য ফেসবুক,টুইটার,ইউটিউব সহ সমস্ত ধরণের সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কা সরকার। দেশের এমন জটিল পরিস্থিতিতে যখন রাজাপাক্ষের ইস্তফার দাবি জানিয়ে সাধারণ মানুষ নেমেছেন পথে তখন প্রতিবাদ স্বরূপ Mahinda Rajapaksa-এর মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রীই পদত্যাগ করলেন। যদিও নিজের গদি এখনও ছাড়েননি মাহিন্দা রাজাপাক্ষে।
আরও পড়ুন: রুশ হামলায় মৃত্যুপুরী ইউক্রেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ
সূত্রের খবর, ১৯৪৮ সালে স্বাধীনতার পর গত কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কা বর্তমানে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশের সব রাজনৈতিক দলকে একটি সমাধান খুঁজতে ‘ঐক্য সরকার’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। দেশের এমন ভয়ানক অর্থনৈতিক দুর্দশার দিনে রাজাপাকসে বিরোধীদেরও “এক সাথে কাজ করার” আহ্বান জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করার পর শ্রীলঙ্কার সঙ্কট আরও তীব্র হয়েছে। ক্রমবর্ধমান জনগণের ক্ষোভের মধ্যে রাজাপাকসে পরিবারকে ক্ষমতাচ্যুত করার দাবিতে দ্বীপরাষ্ট্র জুড়ে প্রতিবাদ করার জন্য রবিবার হাজার হাজার মানুষ সপ্তাহান্তে কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছেন।
আরও পড়ুন: SriLanka Crisis: লঙ্কায় জ্বলছে আগুন, জনরোষ সামাল দিতে সোশ্যাল মিডিয়ার উপর জারি নিষেধাজ্ঞা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাকসে তাঁদের মন্ত্রিসভা পদ থেকে পদত্যাগ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ”আমি সেকেন্ডকে জানিয়েছি। রাষ্ট্রপতির কাছে অবিলম্বে কার্যকর সমস্ত পোর্টফোলিও থেকে আমার পদত্যাগের জন্য, এই আশায় যে এটি #LKA-এর জনগণ এবং সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য HE & PM-এর সিদ্ধান্তে সহায়তা করবে। আমি আমার ভোটার, আমার দল এবং # হাম্বানথোটার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।” শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও সোমবার তার পদত্যাগ জমা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে, শেয়ারবাজার ৫.৯ শতাংশ কমে যাওয়ার পর কর্তৃপক্ষ সোমবার শ্রীলঙ্কার স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।