আন্তর্জাতিক
গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, সস্ত্রীক মালদ্বীপে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গণবিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি শ্রীলঙ্কার। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বুধবারই ইস্তফা দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের। ইস্তফা দেওয়ার জন্য চুক্তিপত্রে সই করেই রেখেছিলেন রাজাপাকসে।
জানা গিয়েছে, রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই দেশ ছেঁড়ে পালানোর চেষ্টা করেন গোতাবায়া রাজাপাকসে। পূর্ব পরিকল্পনা মতোন সস্ত্রীক শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন গোতাবায়া রাজাপাকসে। কিন্তু আকাশপথে দেশ ছেঁড়ে পালাতে ব্যর্থ হন তিনি। বিমানবন্দরের অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁর পাসপোর্টে স্ট্যাম্প মারতে অস্বীকার করেন। যারফলে দেশ ছেঁড়ে পালাতে ব্যর্থ হওয়ায় রাতে দেশের সেনাঘাটিতে রাত কাটান তিনি।
আরও পড়ুন: Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে
এদিকে প্রেসিডেন্ট কী দেশ ছেঁড়ে পালিয়েছেন? এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি শ্রীলঙ্কার স্পিকার। তিনি জানিয়েছেন বুধবার ইস্তফা দিতে পারেন গোতাবায়া। যদিও সূত্র মারফৎ খবর, তার আগেই দেশ ছেঁড়ে জলপথে মালদ্বীপে পালিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। যদিও এর আগে তাঁর ভারতে পালিয়ে আসার কথা ছিল। তবে গোতাবায়ার কাছে মার্কিন পাসপোর্ট থাকলেও আমেরিকা তাঁকে ভিসা দিতে অস্বীকার করেছে।
অন্যদিকে, গোতাবায়া দেশ ছাড়ার পর জরুরি অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়। পশ্চিম শ্রীলঙ্কায় জারি হয়েছে কার্ফু। বিক্ষোভকারীদের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শ্রীলঙ্কায়। ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস, জলকামান। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। এদিকে প্রধানমন্ত্রী রনিল রাষ্ট্রপতি হতেই বিক্ষোভ আরও তীব্রতর হয়ে উঠছে। প্রধানমন্ত্রীর বাসভবন দখল বিক্ষোভকারীদের।
প্রসঙ্গত, গত ৩ মাসেরও বেশি সময় ধরে ঋণের দায়ে নিজেকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। খাদ্যদ্রব্য থেকে জ্বালানি সবকিছুর তীব্র সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশ। পেট্রোলের দাম ছাড়িয়েছে ৫৫০ টাকা লিটার। জ্বালানির খরচ বাঁচাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। চলছে ওয়ার্ক ফ্রম হোম।
আরও পড়ুন: অন্য দেশে বসতি গড়তে চান, জেনে নিন বিশ্বের সেরা সৌন্দর্যের দেশগুলির নাম
দেশের এই নিদারুণ দুর্দিনের জন্য পাকসে পরিবারকেই দায়ী করেছে শ্রীলঙ্কার জনগণ। দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি আঁচ করে গা বাঁচাতে আগেই দেশ ছেঁড়ে পালিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। এবার জলপথে দেশ ছেঁড়ে মালদ্বীপে গিয়ে আশ্রয় নিলেন গোতাবায়া রাজাপাকসে।