লঙ্কায় অগ্নিমূল্য আলু, আনাজ থেকে জ্বালানি দামের ঠেলায় নাভিশ্বাস!
Connect with us

আন্তর্জাতিক

লঙ্কায় অগ্নিমূল্য আলু, আনাজ থেকে জ্বালানি দামের ঠেলায় নাভিশ্বাস!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পেট্রোল ৫৫০ রুপি লিটার প্রতি। আলুর দাম ৪৩০ রুপি কেজি প্রতি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবুও কিছু করার নেই। পেটের জ্বালা মেটাতে চড়া দামে সবকিছুই কিনতে হচ্ছে।

বৈদেশিক ঋণের দায়ে দেউলিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পরিস্থিতি এখন এমনই। নুইয়ে পড়া অর্থনীতির জেরে কাঁচা বাজারের বেহাল দশা। সবজি থেকে জ্বালানি সবকিছুর মূল্য আগের থেকে বিস্তর ফারাক। তবুও রেকর্ড দামে সবকিছুই কিনে খেতে হচ্ছে এই দেশের জনগণকে। যদিও কতদিন এই পরিস্থিতি চলবে। সেই উত্তর এখনও অধরা।

আরও পড়ুন: গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, সস্ত্রীক মালদ্বীপে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া

Advertisement

সূত্রের খবর, শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি (শ্রীলঙ্কার মুদ্রায়)। এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি। আগে আলুর দাম ছিল ২৪০ রুপি। এখন তা ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ রুপি। ব্যাপক হারে বেড়েছে চিনির দামও। এক ধাক্কায় ১০০ রুপি থেকে বেড়ে ৩৪০ রুপি প্রতি কেজি চিনি। চালের দাম বেড়েছে ১৪৪ শতাংশ। ৯০ থেকে বেড়ে ২২০ রুপি। এ ছাড়াও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মাছ, কাঁচালঙ্কা, নারকেল তেল, নারকেল-সহ একাধিক পণ্যের দাম। তবে আগের তুলনায় দাম কমেছে লাল পেঁয়াজের।

উল্লেখ্য, গত ৩ মাসেরও বেশি সময় ধরে ঋণের দায়ে নিজেকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। খাদ্যদ্রব্য থেকে জ্বালানি সবকিছুর তীব্র সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশ।

আরও পড়ুন: Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে

Advertisement

জ্বালানির খরচ বাঁচাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। চলছে ওয়ার্ক ফ্রম হোম। জনগণের বিক্ষোভের সামনে নতিস্বীকার করে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশ ছাড়ার পর ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খুব শীঘ্রই হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.