আন্তর্জাতিক
রাষ্ট্রপতির বিছানায় আমআদমি! প্রেসিডেন্টিয়াল প্যালেস সেরা ‘ট্যুরিস্ট স্পট’ লঙ্কাবাসীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত দু’মাস ধরে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে সংবাদ শিরোনামে শ্রীলঙ্কা। গণবিক্ষোভের আশঙ্কা আগে থেকেই ছিল। আর শনিবার দুপুরে সেই আশঙ্কায় সত্যি হল। কার্ফু উপেক্ষা করে, পুলিশের ব্যারিকেড ভেঙে কঠোর নিরাপত্তায় মোড়া প্রেসিডেন্টিয়াল প্যালেস দখল করলেন আমজনতা।
শনিবার শ্রীলঙ্কান পুলিশের ব্যারিকেড ভেঙে স্লোগানমুখর জনতা দখল নেয় রাষ্ট্রপতি ভবন। যদিও ঘটনার কথা আগে থেকেই আঁচ পেয়ে নিজের সরকারি প্রাসাদ ছেঁড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাতেই তিনি জানিয়ে দিয়েছেন বুধবার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন।
অন্যদিকে শনিবার বিকেলে শ্রীলঙ্কার চলতি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বিক্রমাসিঙ্ঘে। সংসদে বৈঠক ডাকার জন্য স্পীকারকে অনুরোধ জানালেও রাতেই ইস্তফা দেন তিনিও। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার পরই সংসদ থেকে ইস্তফা দিয়েছেন আরও ৩ মন্ত্রী। এছাড়াও নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার পাশাপাশি সর্বদলীয় সরকার গঠনেরও দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: দায়িত্ব নিয়েই মধ্যমা বিতর্কে শিক্ষামন্ত্রী, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
এদিকে অর্থনৈতিক সঙ্কট কাটাতে শনিবার থেকেই প্রেসিডেন্টের প্রাসাদ দখল বিক্ষুদ্ধ জনতার। প্রেসিডেন্টিয়াল প্যালেসের সামনের রাস্তা লোকেলোকারন্য। রাস্তা যেন জনসমুদ্র। প্রাসাদের ভিতরে রাষ্ট্রপতির বেডরুম থেকে সুইমিংপুল সবই আমজনতার দখলে। বাগান থেকে প্রেসিডেন্টের চেয়ার জাতীয় পতাকা হাতে নিয়ে সর্বত্র হইচই দেখা গেল শ্রীলঙ্কাবাসীর।
অগ্নিগর্ভ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বাসভবনের এমন চিত্র দেখলে মনে হবে না এটা কোনও প্রেসিডেন্টিয়াল প্যালেস। মনে হবে যেন ট্যুরিস্ট স্পট। বিক্ষুদ্ধ জনতার ভিড়ে থিক থিক করছে রাষ্ট্রপতি ভবনের চারপাশ।
আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলা, শ্যুটআউটে নিহত ১৪
শুধু তাই নয়, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। একে আর্থিক ভাবে ধুঁকছে দেশ। তার মধ্যে টাকার অভাবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির সরবরাহও বন্ধ। খরচ বাঁচাতে বাতিল হয়ে গিয়েছে পরীক্ষা। স্কুল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। তাতেই গণরোষ পৌঁছেছে চরমে!