আন্তর্জাতিক
SriLanka Crisis: লঙ্কায় জ্বলছে আগুন, জনরোষ সামাল দিতে সোশ্যাল মিডিয়ার উপর জারি নিষেধাজ্ঞা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত এক সপ্তাহ ধরে খবরের শিরোনামে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র Srilanka। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে। চিনের থেকে ঋণ নিয়ে দেউলিয়া অবস্থা। চরম আর্থিক সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা।
জানা গিয়েছে, খাদ্য-পণ্য এবং জ্বালানির সঙ্কট এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে জনগণের ক্ষোভ সামাল দিতে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে শ্রীলঙ্কার সরকার। শনিবার সকাল ৬’টা থেকে জারি হওয়া এই কার্ফু চলবে সোমবার সকাল ৬’টা পর্যন্ত। একই সঙ্গে জনগণের মধ্যে যাতে ভুল বার্তা ছড়িয়ে না পড়ে তার জন্য সমস্ত ধরণের সোশ্যাল মিডিয়া ফেসবুক,টুইটার, ইন্সটাগ্রাম সহ হোয়াটস অ্যাপ, ইউটিউব বন্ধ করে দিয়েছে গোতাবায়া রাজাপাক্ষের সরকার।
আরও পড়ুন: শেষ হয়েও হচ্ছে না শেষ, Covid-19 নিয়ে আশঙ্কার কথা শোনাল WHO
একদিকে গত দু’বছর ধরে করোনার কোপে অর্থনীতির চাকা মন্থর তার উপর চিনের থেকে চড়া হারে ঋণ নিয়ে একেবারে বেসামাল অবস্থা এই দেশের। পেট্রল পাম্পগুলিতে নেই জ্বালানি তেল। অন্তত ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চাল-ডাল তেল থেকে শুরু করে দুধ ওষুধ সবকিছুর দামই চড়া। এমন কঠিন পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে সরকারের ইস্তফার দাবি জানিয়ে লাগাতার চলছে এই বিক্ষোভ মিছিল প্রদর্শন।
আরও পড়ুন: চিনে সংক্রমণের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী, ১ এপ্রিল পর্যন্ত লকডাউন সাংহাইতে
অন্যদিকে, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ সামাল দিতে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। জানা গিয়েছে দেশজুড়ে জরুরি অবস্থা চলাকালীন সময়ে কোনও নাগরিক বাড়ির বাইরে বেরোতে পারবেন না। জরুরি পরিষেবা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কিছুই মিলবে না এই কার্ফু থাকাকালীন সময়ে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে দেশের সেনাবাহিনীর হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। যারফলে কোনও অশান্তি বা জটলা দেখলে বিনা অভিযোগে যে কাউকে গ্রেফতার করা যাবে বলে জানা গিয়েছে।