বাংলার খবর
কলকাতা পুরসভায় পেনসন বন্ধের নোটিশ ঘিরে জল্পনা! বন্ধ হচ্ছে না বলে আশ্বাস মেয়রের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা পুরসভার ভারে মা ভবানী অবস্থা! আর সেই কারণেই একের পর এক খরচে কাটছাঁট শুরু করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, কলকাতা পুরসভার কোষাগারের অবস্থা খারাপ। আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শপথ নেওয়ার পর জানিয়েছিলেন, বিশাল দেনা মাথায় নিয়ে তিনি মেয়রের চেয়ারে বসেছেন।
কার্যত রাজ্য সরকারের কাছে তিনি ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন করেন। পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকেও দুই হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়। কিন্তু তা সত্বেও পরিস্থিতির যে বিশেষ কিছু হেরফের হয়েছে তা নয়। আর্থিক পরিস্থিতির বেহাল দশার বর্ণনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া হয় কলকাতা পুরসভার পেনশন। পুরসভার এই নোটিশে বলা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরের পরে যেসব পুর কর্মীরা অবসর নিয়েছেন, তাঁদেরকে আপাতত পেনশন দেওয়া যাচ্ছে না।
তবে আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে রীতিমতো মাথায় হাত পুরসভার ২৬ হাজার অস্থায়ী কর্মীর। তাঁদের বেতনও আটকে রয়েছে। কলকাতা পুরসভার এই আর্থিক সংকট এখন কবে মিটবে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। তবে শুক্রবার বিকালে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুর কর্মীদের পেনশন বন্ধ হচ্ছে না। তিনি জানিয়েছেন, পুরসভার অনুমতি না নিয়েই এই নোটিশ টাঙানো হয়েছে। তবে কলকাতা পুরসভার কোষাগারের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু, তার জন্য পেনশন বন্ধ হবে না বলেই আশ্বস্ত করেছেন। শুধু তাই নয়, যিনি এই নোটিশ টাঙিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।