শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ প্রিভিলেজ কমিটির কাছে পাঠালেন স্পিকার
Connect with us

বাংলার খবর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ প্রিভিলেজ কমিটির কাছে পাঠালেন স্পিকার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনলেন বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় রাজ্যের বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে পৃথকভাবে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন স্পিকারের কাছে। এবং বুধবার অধিবেশনের মাঝেই শুভেন্দু অধিকারী তাঁদের বাড়িতে আয়কর হানা এবং গুলি করে খুনের হুমকি দিয়ছেন বলে অভিযোগ জানিয়েও যৌথভাবে স্পিকারকে চিঠি দিয়েছেন ওই চার বিধায়ক। এবং স্পিকারের কাছে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার অনুরোধ করেছেন।

সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখেই এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ গ্ৰহণ করেন স্পিকার এবং সেই অভিযোগ তিনি প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। আগামী ২৮ মার্চের মধ্যে কমিটিকে এই বিষয়ে রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে স্পিকার বলেছেন, ‘প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। আজ সকালে এসে আমি গতকাল বিধানসভা কক্ষের রেকর্ডিং বার করে দেখলাম। ওদের যে হুমকি দেওয়া হয়েছে তা সরকারিভাবে রেকর্ড করা রয়েছে। সেটা দেখার পরই আমি সন্তুষ্ট হয়েছি যে আইন বহির্ভূত কাজ হয়েছে বলে। বিষয়টি দ্রুতগতিতে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়ে প্রিভিলেজ কমিটিকে পাঠিয়েছি।

এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতর ঘটেছে বলে আমার জানা নেই। আমার সময়কালে তো অন্তত দেখিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের অধিবেশন চলাকালীন বিধানসভার অভ্যন্তরে একজন বিরোধীদলের নেতা চারজন বিধায়ককে এভাবে হুমকি দিয়ে যাবেন। ওই চার বিধায়ক আমার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং তাঁরা আমার কাছে নিরাপত্তা চেয়েছেন। আমাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। এবং ওদের যা অভিযোগ, তা ফৌজদারি অপরাধ। তার স্বপক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। প্রত্যেকে আলাদা করে স্বাধীকার ভঙ্গের নোটিশ এনেছেন এবং হুমকি ও নিরাপত্তা দেওয়ার আবেদন যৌথভাবে করেছে।’ বুধবারই ৪ বিধায়কের আনা অভিযোগ অস্বীকার করেছিলেন শুভেন্দু অধিকারী।

Advertisement

আরও পড়ুন: পরীক্ষার জন্য পিচ্ছোচ্ছে না ভোট, উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি যে এই ধরনের হুমকি দিয়েছেন, তার কোনও প্রমাণ বা রেকর্ডিং আছে কিনা সেই প্রশ্ন তুলে পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে এদিন স্পিকার বলেছেন, ‘সরকারিভাবে রেকর্ড আছে। রেকর্ড দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি। উনি ঠিক কথা বলেননি। মাননীয় মুখ্যমন্ত্রী তার পেক্ষাপটে যে উত্তর দিয়েছেন সেটাও রেকর্ড আছে।’ বৃহস্পতিবারও বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী জবাবী ভাষণ দেওয়ার সময় ওয়াক আউট করে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি বিধায়ক। তারও তীব্র নিন্দা করেছেন স্পিকার। তিনি বলেছেন, ‘এটা না হওয়াই বাঞ্ছনীয়। এই ধরনের অশালীন আচরণ না করলেই পারতেন। প্রশ্ন করবে, অনেক কথা বলবে, তার উত্তরটা তো শুনে যেতে হবে। উনি এদিন যেভাবে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন তা অত্যন্ত নিন্দনীয়।’ রাজ্যের বিরোধী দলনেতার এই ধরনের হুমকিতে অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যদিও চার বিধায়কের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই তাঁদের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে ডিজেকে নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তাঁদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুন: উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল কমিশন, সম্ভাবনা রয়েছে উচ্চমাধ্যমিকের সময়সূচি বদলের

Advertisement

বৃহস্পতিবার বিধানসভায় রায়গঞ্জের বিধায়ক জানিয়ছেন, ‘রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে প্রকাশ্যে সকলের সামনে আমাদের আয়কর হনার এবং গুলি করে মারার হুমকি দিয়েছেন তাতে অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের চার জনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমার বাড়িতে হাউজ গার্ড মোতায়েন করা হয়েছে এবং কলকাতা থেকে বুধবার রাতেই একজন এসআই কে নিয়োগ করা হয়েছে।’ যদিও বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির বিধায়করা কৃষ্ণ কল্যাণীদের এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারী এই ধরনের কোনও হুমকিই দেননি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.