বাংলার খবর
অপারেশনে প্রয়োজন একাধিক টাকা, আর্থিক সাহায্যের আর্জি সৌভাগ্যর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আর্জি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির সৌভাগ্য দের। অভাবের তাড়নায় ডাম্পারের সহ চালকের কাজ করত সৌভাগ্য। কিন্তু দুর্ঘটনা ঘটে স্পাইলাল কডে আঘাত লাগে তাঁর। কিন্তু সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন সাড়ে ৫ লক্ষ টাকা। যার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর গ্রামের বাসিন্দা সৌভাগ্য দে। পরিবারের অভাবের তাড়নায় ডাম্পারের সহ চালকের কাজ করত দুর্লভপুর D.T.O.A এর গাড়িতে। কিন্তু হঠাৎ একদিন কলিয়ারিতে গাড়ি খালি করতে গিয়ে গাড়ি পাল্টি খায়। কেবিনের ভিতরে চাপা পরে সৌভাগ্য দে। সেই সময়ে প্রাণে বাঁচলেও স্পাইলাল কডে আঘাত লাগে তাঁর। দ্রুততার সাথে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য গেলেও সে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। গত ৩ বছর ধরে বিছানায় শয্যাশায়ী সৌভাগ্য। বর্তমানে সৌভাগ্যের বাবা এক মিষ্টির দোকানে কাজ করেন। ১ জনের অতি সামান্য উপার্জনের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে বেঁচে আছে তাঁর পরিবারের লোকজন।
সৌভাগ্যর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের যা কিছু ছিল সব বিক্রি করতে হয়েছে। চিকিৎসকদের মতে, অপারেশন করলে সৌভাগ্য আবার আগের মত সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে। কিন্তু এই অপারেশনের ব্যয় সাড়ে পাঁচ লক্ষ টাকা। তাই সকলের কাছে কাতর আবেদন আর্থিক সাহায্যের জন্য।