বাংলার খবর
পরীক্ষার সময় হাসপাতালে ভর্তি মা, মেধাতালিকায় নজরকারা সাফল্য ছেলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিনরাত অসুস্থ মায়ের সেবার মাঝে পড়াশোনা। দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রের লড়াই হার মানায় সব প্রতিকূলতাকে।
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম অরবিন্দপল্লীর বাসিন্দা রিতম মন্ডল।এবারে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৮১। পতিরাম হাই স্কুলের ছাত্র রিতমের মা পম্পা মন্ডল। একসময় ভালো খো-খো খেলোয়াড় ছিলেন। ভালো সঙ্গীত শিল্পীও বটে। কয়েক বছর আগেই হঠাৎ করে পম্পা দেবীর লিভারের জটিল অসুখ ধরা পড়ে। সেই থেকে বেশিরভাগ দিনই হয় হাসপাতালে ভর্তি নয়তো বাড়িতে চরম অসুস্থতায় থাকেন তিনি।
আরও পড়ুন: অদম্য ইচ্ছাশক্তির কাছে তুচ্ছ আর্থিক প্রতিকূলতা, মাধ্যমিকে তাক লাগানো সাফল্য তাপসীর
জানা গিয়েছে, ছেলে রিতমের মাধ্যমিক পরীক্ষার সময়ও বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্ত মায়ের সেবা শুশ্রষার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছিল রিতম। সেই রিতমের মাকে ছেলের মাধ্যমিকের ইতিহাস ও জীবন বিজ্ঞান পরীক্ষা আগে হাসপাতালে ভর্তি হতে হয়। এরমধ্যে রাজ্যের মেধা তালিকায় ৬৮১ পেয়ে সম্ভাব্য ত্রয়োদশ হয়েছে সে। ছেলের এই নজরকারা সাফল্যে খুশি তার মা সহ পরিবারের সদস্যরা।