খেলা-ধূলা
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার বিকেলে নবান্নে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।
আগামী ২৪ ও ২৫ মে চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ দু’টি হবে ইডেনে। করোনার তিন বছর পর আবার ইডেনে হতে চলেছে আইপিএল-এর ম্যাচ। গ্যালারিতে ১০০ শতাংশ দর্শক নিয়ে ভরা ইডেনেই প্লে-অফের দু’টি ম্যাচ হবে বলে আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। তাই এই কোভিড পরিস্থিতিতে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে ম্যাচ করা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে সৌরভ নবান্নে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। আইপিএলে বৃহস্পতিবারই কলকাতা নাইট রাইডার্স নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আট নম্বরে থাকা শ্রেয়স আয়ারদের ইডেনে খেলতে হলে পরের ম্যাচগুলি জিতে প্রথম চারের মধ্যে উঠে আসতে হবে।
আরও পড়ুন: দেশের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
এছাড়াও শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবের নতুন বিনিয়োগকারী নিয়েও এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অনেক টালবাহানার পর শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে লাল-হলুদ শিবিরের। কিছু দিন আগেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়েও দিয়েছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তারপর থেকেই নতুন বিনিয়োগকারীর খোঁজ শুরু করেছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: চাহিদা তুঙ্গে, বাজারে কেন বাড়ছে পাতিলেবুর দাম জানুন…
বাংলাদেশের বসুন্ধরার সঙ্গে অনেকদূর কথা এগিয়েছিল লাল-হলুদ কতৃপক্ষের। কিন্তু শোনা যাচ্ছে বসুন্ধরা নাকি পিছিয়ে এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আইএসএল-এর সঙ্গে যুক্ত রয়েছেন। কিছুদিন আগেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠকও হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী নিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।