আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
Connect with us

খেলা-ধূলা

আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সংস্থাতেও পা রাখতে চলেছেন বিসিসিআই সভাপতি। তার সঙ্গে আরও দায়িত্ব বেড়ে গেল। এবার আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এতদিন এই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ২০১২ সাল থেকে টানা তিনবার, মোট ৯ বছর আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে ছিলেন কুম্বলে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হয়েছিলেন কুম্বলে। পরে ২০১৬ সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

২০১৯ সালেও তৃতীয়বারের জন‍্য প্রাক্তন এই স্পিনারকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়। এবার সেই পদে বসতে চলেছেন তাঁরই একদা সতীর্থ তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ এত দিন আইসিসির ক্রিকেট কমিটির পর্যবেক্ষকের পদে ছিলেন। এবার তাঁকে সরাসরি চেয়ারম্যান করা হল। এই কমিটির কাজ হল, ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা ৷

Advertisement