আন্তর্জাতিক
বড়দিনের আগে রাজারহাট থেকে উদ্ধার ১৩ কেজি বিস্ফোরক-সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র! বেঙ্গল এসটিএফের হাতে আটক ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। একদিন পরই বড়দিন। তাপরই নিউ ইয়ার সেলিব্রেশন মেতে উঠবে মহানগরী। তারই মধ্যে বৃহস্পতিবার কলকাতা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজারহাটে সাপুরজি বাস স্ট্যান্ডের কাছে একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করে এসটিএফ। বাসের ভিতরেই ছিলেন দুই অভিযুক্ত। তাঁদেরকে দেখে সন্দেহ হওয়ায় ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় এসটিএফ বাহিনীর। এসিটএফ সূত্রে খবর, ১৩ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক-সহ ধৃতদের কাছ থেকে একটি কার্বাইন জাতীয় আগ্নেয়াস্ত্র, ২টি নাইন এমএম পিস্তলও উদ্ধার হয়েছে। ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বিহারের ভাগলপুর থেকে এই বিস্ফোরক নিয়ে আসছিলেন ধৃতরা।
কী কারণে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ধৃতরা জেরার মুখে জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন তাঁরা। বাসন্তীর কোথায় এবং কার কাছে তাঁরা যাচ্ছিলেন, তাও জানতে চেষ্টা করছে এসটিএফ। এই উৎসবের মরসুমে রাজ্যে কি কোনও নাশকতার ছক কষা হচ্ছে! বৃহস্পতিবারের এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর তারই উত্তর খুঁজছে বেঙ্গল এসটিএফ।